ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোম কোয়ারেন্টাইন মেনে চলায় উপহার

প্রকাশিত: ০৯:৪৯, ৩১ মার্চ ২০২০

হোম কোয়ারেন্টাইন মেনে চলায় উপহার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন-কোয়ারেন্টাইন মেনে চলুন। বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের উৎসাহ জোগাতে জেলা পুলিশ এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। হোম কোয়ারেন্টাইন মেনে চলায় বিদেশ ফেরত প্রত্যেকের বাড়িতে উপহার সামগ্রীর ব্যাগ নিয়ে হাজির হচ্ছে পুলিশ। গত কয়েকদিন ধরে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নেতৃত্বে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে। এ পর্যন্তÍ ৪শ’ জনকে এই উপহার পৌঁছানোর পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফোন দিয়ে সুস্থ আছেন কিনা খোঁজ-খবর নেয়া হচ্ছে। পুলিশ ও উপহার পাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পঞ্চগড় শহরের রওশনাবাগ এলাকার আলহাজ ফরহাদ হোসেন জানান, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি সাবান, একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট, একটি টুথব্রাশ, একটি টুথ পেস্ট এবং একটি টয়লেট টিস্যু পেপার। ভারতের শিলিগুড়িতে অধ্যয়নরত শিক্ষার্থী তাসনিম এ আযম দিপ্র জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে আমার বাবার ফোনে একাধিবার ফোন করে আমি সুস্থ আছি কিনা খোঁজ নেয়া হয়েছে। বাসায় পুলিশ আসতে দেখে প্রথমে ভয়ই পেয়েছিলাম। কিন্তু পুলিশের এক কর্মকর্তা আমাকে ডেকে যখন উপহার সামগ্রীর প্যাকেট হাতে তুলে দিলেন তখন ভয়টা কেটে গিয়ে আনন্দই পেলাম। রাজনগর এলাকার বাসিন্দা আব্দুল ওয়াদুদ বলেন, আমি সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছি পুলিশের পক্ষ থেকে আমাকেও উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগ কোয়ারেন্টাইনে থাকার এক ঘেয়েমিকে অনেকটা দূর করে দিয়েছে।
×