ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে খামার পাহারাদার হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৬, ৩০ মার্চ ২০২০

শেরপুরে খামার পাহারাদার হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রফিক নামে এক মৎস্য খামারের পাহারাদার হত্যার মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মামলার আসামি চাঁন মিয়ার ছেলে শাহীন মিয়াকে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজারবাজার এলাকা থেকে ও মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী জরিনা বেগমকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ২ জনের মধ্যে শাহীন এজাহারনামীয় ও জরিনাযুক্ত আসামি। তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আজই আদালতে সোপর্দ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, রবিবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চায়রা বিলের (শেরপুর-নকলা সীমানা এলাকায়) এক মৎস্য খামারের পাহারাদার রফিককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রফিক নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের দক্ষিণ মরাকান্দা এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। ওই ঘটনায় নিহতের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
×