ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশফেরত ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ

প্রকাশিত: ০০:৩২, ৩০ মার্চ ২০২০

বিদেশফেরত ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে বিদেশফেরত ৩০ বিচারকের। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম আজ সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রবিবার (২৯ মার্চ) রাতে বিদেশফেরত ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এর আগে ১৮ মার্চ আইন মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানিয়েছিলেন, বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারককে গত ১৫ মার্চ থেকে হোম কোয়ারেন্টিন কার্যকর হয়েছে। তারা গত ১৫ মার্চ রাতে দেশে ফিরেছিলেন। তারা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণে গিয়েছিলেন। এ কারণে মন্ত্রণালয় থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয় তাঁদেরকে।
×