ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাতিল হতে পারে পুরো ফুটবল মৌসুম!

প্রকাশিত: ২৩:২৫, ৩০ মার্চ ২০২০

বাতিল হতে পারে পুরো ফুটবল মৌসুম!

অনলাইন ডেস্ক ॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ইউরোপজোড়া সব ধরনের ফুটবল স্থগিত প্রায় তিন সপ্তাহ ধরে। অচলাবস্থা কাটিয়ে কবে আবার মাঠে ফিরবেন ফুটবলাররা সেটাও ধোঁয়াশায়। এমন অবস্থা চলতে থাকলে মৌসুম বাতিলও করতে হতে পারে উয়েফাকে, আশঙ্কা ইউরোপের ফুটবলের নীতিনির্ধারক সংস্থাটির প্রধান আলেক্সান্দার সেফেরিনের। উয়েফা সভাপতি সেফেরিন জানান, অন্তত জুন মাস শেষ হওয়ার আগে লিগগুলো পুনরায় শুরু না হলে এমন সিদ্ধান্তই নিতে পারে সংস্থাটি। করোনার থাবায় ক্রীড়াবিশ্বও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ। অলিম্পিক, ফ্রেঞ্চ ওপেন থেকে শুরু করে ইউরো, কোপা আমেরিকাও স্থগিত হয়ে গেছে। তবে ইউরোর স্থগিতাদেশ ইউরোপীয় লিগগুলো শেষ করার জন্যে একটু বাড়তি সময়ই করে দিয়েছে। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়তি সময়েও লিগ শেষ করতে না পারার আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছে। তাই নির্ধারিত সময়ে লিগ শুরু করতে না পারলে কী হবে তা নিয়ে প্রশ্নও উঠছে বেশ। এমন প্রশ্নের জবাবে ইতালীয় সংবাদ মাধ্যম লা রিপাবলিকাকে সেফেরিন বলেন, ‘লিগগুলো পুনরায় শুরু করতে যদি ব্যর্থ হই আমরা, সেক্ষেত্রে সম্ভবত মৌসুমটাই বাতিল হতে পারে।’ তবে সেটা অনেক দূরের চিন্তা উয়েফার। সেফেরিন জানান, এর আগে আরো তিনটি পরিকল্পনা বিবেচনায় আছে তাদের। তিনি বলেন, ‘আমাদের প্ল্যান এ, বি ও সি আছে। মে মাসের মাঝামাঝিতে, জুনের শুরুতে কিংবা শেষে লিগগুলো আবার শুরু করার কথা ভাবছি আমরা।’ আরো একটা পরিকল্পনাও আছে উয়েফার। সেফেরিন বলেন, ‘সামনের মৌসুমের শুরুতে লিগগুলো আবার শুরু করারও একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পরের মৌসুমটাকে আরেকটু দেরিতে শুরু করতে হবে। লিগ এবং ক্লাবগুলোর জন্যে কোন সমাধানটা ভালো হয় সেটা দেখবো আমরা।
×