ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাতিল হতে পারে ফুটবল মৌসুম ॥ উয়েফা

প্রকাশিত: ০৯:৪১, ৩০ মার্চ ২০২০

   বাতিল হতে পারে ফুটবল মৌসুম ॥ উয়েফা

স্পোর্টস রিপোর্টার ॥ জুনের শেষ নাগাদ পুনরায় শুরু করতে না পারলে ফুটবলের চলতি মৌসুম বাতিল হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দের চেফেরিন। প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি উয়েফা প্রধান। করোনাভাইরাসের প্রভাবে ইউরোপের অধিকাংশ লীগ আপাতত স্থগিত রয়েছে। একই কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছে ইউরো ২০২০। ইতালিয়ান একটি পত্রিকায় শনিবার দেয়া সাক্ষাতকারে থমকে যাওয়া ফুটবল মৌসুমের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন চেফেরিন। যদি আমরা পুনরায় শুরু করতে না পারি, তাহলে মৌসুম সম্ভবত বাতিল হয়ে যাবে। মৌসুম আবার শুরুর তিনটি বিকল্প আছে- মে মাসের মাঝামাঝি, জুন অথবা জুনের শেষ নাগাদ। আবার, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাও বিকল্প হতে পারে বলে মনে করেন চেফেরিন। দর্শকশূন্য মাঠে সব ম্যাচ খেলার বিষয়টি কল্পনা করা আমার জন্য কঠিন। তবে এখনও আমরা জানি না, খেলা আবার শুরু হবে কি-না, সেটা দর্শকসহ হবে নাকি দর্শক ছাড়া। একেবারে প্রথম থেকে পরের মৌসুম শুরুর সম্ভাবনার কথাও জানিয়েছেন উয়েফা প্রধান। লীগ ও ক্লাবের জন্য সবচেয়ে ভাল যা হবে, সেটাই করার কথা জানান তিনি।
×