ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মেসি সত্যিকারের নেতা’

প্রকাশিত: ০৯:৩৯, ৩০ মার্চ ২০২০

  ‘মেসি সত্যিকারের নেতা’

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব দল বার্সিলোনার হয়ে এমন কিছু নেই জেতেননি। কিন্তু জাতীয় দল আর্জেন্টিনার হয়ে অর্জনের ভান্ডারটা শূন্য এলএমটেনের। এখন পর্যন্ত দেশের হয়ে জিততে পারেননি কোন আন্তর্জাতিক ট্রফি। আর্জেন্টিনা ১৯৯৩ সালের পর জেতেনি কোন আন্তর্জাতিক ট্রফি। এ যুগের ম্যারাডোনা খ্যাত মেসিও আর্জেন্টাইনদের সেই আক্ষেপ ঘোচাতে পারেননি। কয়েকবার তীরে এসে তরী ডুবেছে। ২০১৪ বিশ্বকাপটা সবচেয়ে বড় আপসোস। জার্মানির কাছে ফাইনালে হেরে রানার্সআপ হতে হয় মেসির দলকে। এরপর পর পর দুইবার (২০১৫ ও ২০১৬) কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হার। যে কারণে রাগে ক্ষোভে অবসরও নিয়েছিলেন মেসি। কিন্তু দেশের প্রয়োজনে ফিরেও এসেছেন। এরপরও প্রায়ই মেসিকে সমালোচনা শুনতে হয়। কিন্তু জাতীয় দলের সতীর্থ নিকোলাস টাগলিয়াফিকো বলেছেন, মেসি মেসিই। সে সবার সেরা। সত্যিকারের নেতা। যারা ফুটবল বোঝেন না তারাই সমালোচনা করেন মেসির। ডাচ ক্লাব আয়াক্সে খেলা ২৫ বছর বয়সী ডিফেন্ডার টাগলিয়াফিকো বলেন, মেসি সবসময় দেশের জন্য খেলে। সে দেশের হয়ে প্রতিটি সেকেন্ড উপভোগ করে। সে দলের সত্যিকারের নেতা এবং রক্ষাকর্তা। তাকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনাই করা যায় না। সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনা তৃতীয় হয়েছিল। এবার তাই ভাল করার স্বপ্ন বুনছিলেন মেসিরা। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে এবারের কোপা আমেরিকা। আগামী বছর হবে আসরটি। এ প্রসঙ্গে টাগলিয়াফিকো বলেন, এটা সবাইকে মেনে নিতে হবে। আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু এটার উপর কারও হাত নেই। আমরা পরের বছরের দিকে তাকিয়ে আছি।
×