ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুগদা জেনারেল হাসপাতাল পেল ৭০০ পিপিই

প্রকাশিত: ০৯:২৮, ৩০ মার্চ ২০২০

 মুগদা জেনারেল  হাসপাতাল  পেল ৭০০  পিপিই

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭শ’ পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে মেট্রো নিটিং এ্যান্ড ডাইং মিল্স লিমিটেড। ঢাকা-৯ আসনের সাংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে এসব পিপিই দেয়া হয়। শনিবার দুপুরে সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডাঃ শহিদ মোঃ সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এ সময় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ শহিদ মোঃ সাদিকুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের চিকিৎসকরা এরইমধ্যে পিপিই পরে দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্সরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাই পিপিইগুলো ডাক্তার-নার্সদের অনেক কাজে লাগবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ডাঃ সাদিকুল বলেন, আমার আশঙ্কা, করোনার সংক্রমণ যদি ইউরোপের মতো এই দেশেও ছড়িয়ে পড়ে তাহলে বড় রকমের বিপদ ঘটতে পারে। তিনি ডাক্তার-নার্সদের করোনা ঝুঁকি মোকাবেলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×