ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৭:৩৭, ৩০ মার্চ ২০২০

  বোয়ালমারীতে তুচ্ছ  ঘটনায় সংঘর্ষ ॥ আহত ১২

সংবাদদাতা, বোয়ালমারী, ২৯ মার্চ ॥ করোনা আতঙ্কের মধ্যেও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে রবিবার বিকেলে দুই গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছে ১২ জন। আহতদের মধ্যে রবিউল শেখ (৩৬) ও আইয়ুব আলী শেখকে (৩০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ স্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, ধুলজোড়া গ্রামের শাহজাহান মোল্যা (৫৫), পরমেশ্বরদী গ্রামের আমির হোসেন (৩০), মালিখালী গ্রামের রিদয় শেখ (১৮), ধুলজোড়া গ্রামের হাফিজুর রহমান (৫০), আবজাল শরীফ (৩০), ডহরনগর গ্রামের জলিল শেখ (২৫), হান্নান শেখ (৬৫), নাজির শেখ (২০), রুপাপাত গ্রামের রবিউল শেখ (১৮) ও মালিখালী তারা শেখ (৫০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ডহরনগর মাঠে মালিখালী গ্রামের আইয়ুব আলী শেখ ও আমিনুর শেখ পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করছিল। এ সময় পাশের জমি থেকে পেঁয়াজ তুলছিল ডহরনগর গ্রামের শাম শেখ। জমি চাষ করার সময় ক্ষেতের ধুলা বাতাসে উড়ে শাম শেখের গায়ে লাগে। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আইয়ুব আলী শেখের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই ঘটনার সূত্র ধরে ওইদিন সন্ধ্যায় দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। হবিগঞ্জে আহত ৩০ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, করোনাভাইরাস পরিস্থিতির মাঝেও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে। গ্রামটিতে ইতোপূর্বে আরও ৭টি হত্যাকা-ের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। জানা যায়, নোয়াগড় গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেনের মাঝে দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। প্রতি বছরই তাদের মাঝে ঝগড়া হয়। এই বিরোধ নিয়ে গত কয়েক বছরে ৭টি হত্যার ঘটনাও ঘটে। পূর্বের বিরোধের জের হিসেবে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×