ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনার এন্টিবায়োটিক তৈরিতে আশার আলো দেখাচ্ছে ভারত

প্রকাশিত: ০৭:২৫, ৩০ মার্চ ২০২০

 করোনার এন্টিবায়োটিক তৈরিতে আশার আলো দেখাচ্ছে ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসের এন্টিবায়োটিক তৈরির চেষ্টায় রয়েছে বিশ্বের সব দেশের বিজ্ঞানীরা। তবে আশার আলো দেখাচ্ছে ভারত। সমগ্র বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। করোনাভাইরাসের এন্টিবায়োটিক তৈরির চেষ্টায় রয়েছে সব দেশের বিজ্ঞানীরা। তবে আশার আলো দেখাচ্ছে ভারত। বর্তমানে বিশ্বে ৬ লক্ষ মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭,৯৮২ জনের। নিঃসন্দেহে সংখ্যাটা ভয়ঙ্করতম। অন্যদিকে শনিবার রাত পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানালেও বেসরকারী মতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেশি। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিস মিলেছে, শনিবার রাত পর্যন্ত সেখানে ১৮৬ জনের শরীরে কারোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমিত হওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। শনিবার রাত পর্যন্ত কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ১৮২ জন। এদিকে রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিক্যাল এজেন্সি করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের সাতটি নমুনার উন্নয়ন করেছে। এজেন্সি’র প্রধান ভেরোনিকা স্কোভোর্টসোভা শুক্রবার এ কথা জানান। -এএফপি
×