ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৫

প্রকাশিত: ০৭:১৭, ২৯ মার্চ ২০২০

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী ও শিশু সহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহত সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। রবিবার দুপরে বুড়িরচর ৩নং ওয়াডের সূর্যমূখী গ্রামে মোস্তফা মিয়া ও তার ভাই জাবের ব্যাপারীর পরিবারের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানাযায়, পৈতিৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘনদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার সকালে জাবের ব্যাপারী তার ঘর মেরামতের কাজ করার সময় মোস্তফা মিয়া বাধা দেয়, বাধা অমান্য করে কাজ করায় মোস্তফা মিয়া ও তার ছেলেরা হঠাৎ করে এসে জাবের ব্যাপারীর পরিবারের সবাইকে বেধম মারধর শুরু করে। এতে জাবের ব্যাপারী (৬০) তার স্ত্রী রিপলা বেগম (৪৫),নাতনী রেনজিনা বেগম (১০), দুই ছেলের বউ রজিনা বেগম (২২) ও জোছনা আক্তার (২৫) আহত হন। পরে এলাকার লোকজন আশংকাজনক অবস্থায় শিশু রেনজিনা বেগম সহ সবাইকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তী করান।
×