ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কার্ডের টাকা ফুরালেও গ্যাস বন্ধ হবে না

প্রকাশিত: ০৬:১৬, ২৯ মার্চ ২০২০

কার্ডের টাকা ফুরালেও গ্যাস বন্ধ হবে না

অনলাইন রিপোর্টার ॥ আবাসিক গ্যাস ব্যবহারকারীদের প্রিপেইড মিটারে টাকা শেষ হয়ে গেলেও গ্যাস বন্ধ হবে না। দেশের বর্তমান পরিস্থিতিতে গ্যাসের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা ২ হাজার টাকা পর্যন্ত ‘ইমার্জেন্সি ব্যালেন্স’ নিতে পারবেন। কারণ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের গ্রাহকদের মিটারে ২০০ টাকার ‘ইমার্জেন্সি ব্যালেন্স’ বাড়িয়ে ২০০০ টাকা করেছে। আজ রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণত তিতাস গ্যাসের প্রিপেইড মিটার গ্রাহকরা বিদ্যমান ব্যালেন্স শেষ হয়ে গেলেও ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে ২০০ টাকার গ্যাস নিতে পারেন। তবে এখন প্রিপেইড গ্রাহকরা ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে দুই হাজার টাকার গ্যাস পাবেন। ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ বাড়ানোর ফলে এখন চলমান ছুটির সময়ে গ্রাহকদের প্রিপেইড কার্ড রিচার্জ করতে হবে না। তারা ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ছুটির দিনগুলোতে গ্যাসের বিল পরিশোধ শিথিলে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে তার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান পরিস্থিতির কারণে বাসাবাড়ির গ্রাহকরা চলতি বছরের জুন পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই দেরিতে গ্যাস বিল দিতে পারবেন।
×