ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মহীন মানুষের পাশে রাজশাহী কলেজের ২০০ শিক্ষক

প্রকাশিত: ০৪:৩৬, ২৯ মার্চ ২০২০

কর্মহীন মানুষের পাশে রাজশাহী কলেজের ২০০ শিক্ষক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনা ভাইরাস সংকটে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজের ২০০ শিক্ষক। ব্যক্তিগত উদ্যাগে রবিবার ঘরবন্দি মানুষের কাছে তারা পৌঁছে দিয়েছেন ৪ টন চাল। সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর হেতেম খাঁ কলোনী এলাকার বাড়ি বাড়ি চাল পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান। তিনি বলেন, করোনার প্রভাবে খেটে খাওয়া মানুষ ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। তারা বাইরে কাজে আসতে পারছেন না। ফলে পরিবারের সবাই অনেকটাই মানববতর জীবনযাপন করছে। এ অবস্থা বিবেচনা করে রাজশাহী কলেজের শিক্ষকদের পক্ষ থেকে চার টন চাল বিতরণের সিদ্ধন্ত নেয়া হয়। তিনি আরও বলেন, এ কার্যক্রমে কলেজেটির ২০০ জন শিক্ষক আর্থিকভাবে সাহায্য করেছেন। দুর্যোগের সময় তারাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। এর আগে নিজেদের তৈরি প্রায় সাত হাজার হ্যান্ড স্যানিটাইজার হাসপাতাল, ব্যাংক, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিভাগসহ পথচারীদের মাঝে বিতরণ করে রাজশাহী কলেজ। এ প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে রাজশাহী কলেজের অধ্যক্ষ জানান, তারা ৪০০ পিস সাবান বিতরণের প্রস্তুতি নিয়ছেন। আগামীতেও রাজশাহী কলেজ যে কোনো মুহূর্তে মানবতার সেবায় এগিয়ে আসবে বলেও জানান অধ্যক্ষ।
×