ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাঁথিয়ায় ব্যবসায়ী মহাদেব হত্যা মামলার রহস্য উদঘাটন

প্রকাশিত: ১০:৫৫, ২৯ মার্চ ২০২০

সাঁথিয়ায় ব্যবসায়ী মহাদেব হত্যা মামলার রহস্য উদঘাটন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ মার্চ ॥ সাঁথিয়া থানার সিমেন্ট রড ব্যবসায়ী মহাদেব সরকার হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ এ হত্যার ঘটনায় গত ২৪ মার্চ বাওইটোলা গ্রামের মোঃ কামরুল ইসলামকে (৩৬) আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ হত্যা মামলায় চাকলা গ্রামের মোঃ বড় ওরফে হাবিল (৩৬) ও বাওইটোলা গ্রামের মোঃ রেজাউল ইসলামকে আটক করে। আসামিরা দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে তাদের পাবনা জেলাহাজতে প্রেরণ করা হয়। পাওনা টাকা ফেরত না দেয়াসহ মহাদেব সরকারের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়। গত ৮ মার্চ সন্ধ্যায় সাঁথিয়া থানার বাওঔটোলা গ্রামে নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর মহাদেব সরকারকে ড্যাগার মেরে হত্যা করা হয় ।
×