ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভবন ভাংচুর

বিক্ষোভের মুখে আকিজের করোনা হাসপাতাল নির্মাণের উদ্যোগ ব্যর্থ

প্রকাশিত: ১০:৪৯, ২৯ মার্চ ২০২০

বিক্ষোভের মুখে আকিজের করোনা হাসপাতাল নির্মাণের উদ্যোগ ব্যর্থ

স্টাফ রিপোর্টার ॥ বিক্ষোভের মুখে করোনা হাসপাতালের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে দেশের শীর্ষ বেসরকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড। করোনা রোগীদের চিকিৎসায় রাজধানীতে চীনের আদলে হাসপাতাল নির্মাণ করতে চেয়েছিল দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন ব্যক্তি উদ্যোগে এটি নির্মাণ করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত এলাকাবাসীর বিক্ষোভের মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঘটনাটি ঘটে। আকিজ গ্রুপের অফিসের সামনে পাঁচ শতাধিক বাসিন্দা-ভাড়াটিয়া বিক্ষোভ শুরু করেন। এরপর তারা চলে যান রাস্তায়। তারা রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা আশপাশের দু’একটি ভবনে ভাংচুর চালায়। এমন পরিস্থিতিতে হাসপাতাল বানানোর সিদ্ধান্ত থেকে সরে আসে আকিজ গ্রুপ। শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে ওই এলাকায় নিজের জমির মালিকানার সাইনবোর্ডের নিচে তাৎক্ষণিক হার্ডবোর্ড দিয়ে ‘কাজ বন্ধ ঘোষণা করা হলো’ লেখা টানিয়ে দেয় শীর্ষ প্রতিষ্ঠানটি। ডিএমপির তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ এমন খবর ছড়িয়ে পড়ে। এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ও স্থানীয়রা তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় থাকা আকিজ গ্রুপের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা এমন কোন হাসপাতাল সেখানে করতে দেবে না বলে স্লোগান দিতে থাকেন। এই পুলিশ কর্মকর্তা জানান, আকিজ গ্রুপ কর্তৃপক্ষ মূলত সেখানে কোয়ারেন্টাইন স্থাপনের জন্য ভবন তৈরি করছিল। প্রসঙ্গত, চীনে মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর মাত্র দশ দিনে কয়েক হাজার বেডের হাসপাতাল তৈরি করে চীন। এতে করে বহু মানুষের জীবণ রক্ষা হয়। করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়। এতে করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রবণতা কমে যায়। সেই ধারণা মোতাবেক শিল্প প্রতিষ্ঠানটি মানুষের সেবা দিতে কোয়ারেন্টাইন ভবন নির্মাণ করার কাজ শুরু করেছিল। কিন্তু ভুল বুঝে জনতা সেই মহৎ উদ্যোগ থামিয়ে দিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। যারা ভুল মেসেজে ভুল বুঝে বিক্ষোভ করতে এসেছিল তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবার থেকেই করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল। সেটা করছে আকিজ গ্রুপ। দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন ব্যক্তি উদ্যোগে এটি করছেন বলেও জানা যায়। এ খবরে বিভিন্ন মহলে আশার সঞ্চার হয়। সবাই এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। কিন্তু উত্তরায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনে এলাকাবাসীর বাধা দেয়ার মতোই এখানেও একই ঘটনা ঘটলো।
×