ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘চিকিৎসক সমাজ হিরোর মতো করোনা যুদ্ধ মোকাবেলা করছে’

প্রকাশিত: ১০:২৪, ২৯ মার্চ ২০২০

‘চিকিৎসক সমাজ হিরোর মতো করোনা যুদ্ধ মোকাবেলা করছে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা রোগী শনাক্তকরণের পরীক্ষা-নিরীক্ষা প্রদান কার্যক্রম শীঘ্রই শুরু করা, করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদান, সংশ্লিষ্ট চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণসহ তাদের সুরক্ষার ব্যবস্থাসহ নানা বিষয়ে শনিবার ডাঃ মিল্টন হলে একটি অতি গুরুত্বপূর্ণ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখসহ সংশ্লিষ্ট সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অধ্যাপকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (হাসপাতাল) অংশ নেন। পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ॥ শনিবার ওরাল হেলথ হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল আউটডোরে হ্যান্ড স্যানিটাইজার, পারসোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়। এ উপলক্ষে এ ব্লকের চার তলায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। ওরাল হেলথ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিসট্রি বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান, ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আশীষ কুমার বণিক, কোষাধ্যক্ষ ডাঃ হেলাল উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×