ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিবি

প্রকাশিত: ০৯:১৯, ২৯ মার্চ ২০২০

মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে হোম কোয়ারেন্টাইনের জন্য দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের প্রভাবে দেশের করুণ অবস্থায় মানবিক দিক চিন্তা করেই মিরপুরের হোম অব ক্রিকেটকে কোয়ারেন্টাইনের জন্য দিতে কোন আপত্তি নেই বিসিবির। শনিবার গণমাধ্যমকে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি বলেন, ‘দেখেন এটা আমাদের দায়িত্ব। শুধু আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এদেশেও যে হারে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দেব। না দেয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দুর্যোগ।
×