ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় স্বাস্থ্যসেবা দেবেন হিদার নাইট

প্রকাশিত: ০৯:১৮, ২৯ মার্চ ২০২০

করোনায় স্বাস্থ্যসেবা দেবেন হিদার নাইট

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। এই ক্রান্তিকালে বসে না থেকে ব্রিটেনবাসীকে সেবা দিতে বিশ্বখ্যাত এনএইচএসের সঙ্গে কাজ করবেন ইংল্যান্ড নারী ক্রিকেটার হিদার নাইট। যেহেতু সরাসরি যোগাযোগ স্থাপন ঝুঁকিপূর্ণ তাই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে স্বেচ্ছা ভলান্টিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন ২৯ বছর বয়সী তারকা ক্রিকেটার। সঙ্গে জাতীয় দল সতীর্থ সোফিয়া ডাঙ্কলিও আছেন। স্বাস্থসেবা পেতে এএনএইচএসে এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ সাইন-ইন করেছেন। হিদার-সোফিয়ারা ক্রিকেটার তারা কি পরামর্শ দেবেন? এমন প্রশ্ন আসতেই পারে। ‘কিছুদিন আগেই আমি অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ থেকে ফিরেছি। তখন বিশ্বে করোনার বিস্তার শুরু হয়ে গেছে। দেশে ফিরে আমি আমার ছেলেবন্ধুকে আলিঙ্গন না করে কেবল কুর্নিশ করেছিলাম। এই পরিস্থিতিতে কী করণীয়, তা হয়ত অনেকেই জানেন। কিন্তু একজন এ্যাথলেট হিসেবে কিভাবে শরীর ও মন সুস্থ রাখা যায়? কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়? এমনই বিষয়ে পরামর্শ দিতে পারব। করোনায় কঠিন এ বিপদে দেশের জন্য কিছু করতে পারার গর্বই আলাদা। এএনএইচএসের সঙ্গে যুক্ত হতে আমি তাই দ্বিতীয়বার ভাবিনি,’ বলেন হিদার নাইট।
×