ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা জয় করে যা বললেন দিবালা

প্রকাশিত: ০৯:১৭, ২৯ মার্চ ২০২০

করোনা জয় করে যা বললেন দিবালা

স্পোর্টস রিপোর্টার ॥ জীবনের সবচেয়ে বড় ফাঁড়াটা কাটিয়ে উঠেছেন। বিশ্বব্যাপী ভয়াল মহামারী হিসেবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণে পড়েছিলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে করোনাভাইরাসকে পরাজিত করে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এ তারকা। দেশের ও জুভেন্টাস সমর্থকদের আশ^স্ত করে নিজেই এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার খবর জানিয়েছেন তিনি। সেই সঙ্গে হাল্কা ব্যায়াম ও শরীরচর্চাও শুরু করেছেন ফিটনেস ঘাটতি পুষিয়ে ওঠার জন্য। দিবালা জানিয়েছেন, দ্রুতই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি যাতে অনুশীলনে নামতে পারেন। মরণব্যাধি করোনাভাইরাস বৈশি^ক মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে সর্বপ্রথম এর প্রাদুর্ভাব ঘটলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিশে^র সব প্রান্তেই। সবচেয়ে বেশি এই মুহূর্তে সঙ্কটে রয়েছে ইতালি। আর সেখানেই জুভেন্টাসের হয়ে খেলছিলেন দিবালা। সারাবিশে^র মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি প্রায় সাড়ে ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনায়, মারা গেছে সর্বাধিক ৯ হাজারেরও বেশি মানুষ। আর্জেন্টাইন তারকা দিবালাও আক্রান্ত হওয়া থেকে রেহাই পাননি। আক্রান্ত হয়েছিলেন তার প্রেমিকা ওরিয়ানা সাবাতিনিও। দু’জনেই গত ১৫ মার্চ থেকে কোয়ারেন্টিনে ছিলেন। এরই মধ্যে গত ২১ মার্চ করোনাভাইরাস পজিটিভ হয়ে যান দিবালা। বেশ কঠিন সময় পার করেছেন। করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। আক্রান্ত অবস্থায় যখন ছিলেন, সে সময়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। জুভেন্টাসের ভিডিওবার্তায় দিবালা বলেন, ‘শ্বাস প্রশ্বাসে তীব্র সমস্যা, মনে হতো এখনই মারা যাব! এর সঙ্গে ছিল তীব্র গা-ব্যথা। কয়েকটা দিন বেশ কঠিনভাবে পার করতে হলো।’ সেই সময়টা কাটিয়ে উঠেছেন দিবালা। এ যেন মৃত্যুর কাছ থেকেই ফিরে আসা। ভিডিও বার্তায় ভক্তদের কাছে নিজের সুস্থতার খবর জানিয়েছেন। সুস্থ হয়ে ফেরায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভাগ্য ভাল যে আমি আর আমার প্রেমিকা এখন অনেকটাই সুস্থ।’ করোনায় আক্রান্ত হওয়া জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় দিবালা। তার আগে করোনায় আক্রান্ত হন দানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদি। এরপর তুরিনের ক্লাব তাদের সব খেলোয়াড়দের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গঞ্জালো হিগুয়েইন, ডগলাস কস্টারা যার যার দেশে ফিরে গেছেন। তবে দিবালা করোনা প্রতিরোধে যে সচেতনতা দেখিয়েছেন তার জন্য হয়েছেন প্রশংসিত। ইতালিতে করোনার প্রকোপ শুরুর পরই নিজে থেকে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন। পরে লক্ষণ দেখা দেয়াতে পরীক্ষা করেই জানতে পারেন তার করোনা সংক্রমণ হয়েছে। এই মুহূর্তে অবশ্য শরীরচর্চাও শুরু করে দিয়েছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই নেমে পড়তে চান অনুশীলনে। দিবালা বলেন, ‘এখন হাঁটাচলা করতে পারছি। শরীরচর্চা করছি। যেকোন সময় এখন অনুশীলনেও নামতে পারব।’
×