ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে চাওয়া ক্ষতিপূরণের ইস্যু উপস্থাপন করলেন প্রথমবারের মতো বিসিসিআই’র হয়ে প্রতিনিধিত্ব করা সৌরভ গাঙ্গুলী

কঠিন পরিস্থিতিতে সবার সাহায্য চায় আইসিসি

প্রকাশিত: ০৯:১৫, ২৯ মার্চ ২০২০

কঠিন পরিস্থিতিতে সবার সাহায্য চায় আইসিসি

শাকিল আহমেদ মিরাজ ॥ করোনার কাছে সবাই অসহায়। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন শক্তিধর ব্রিটেনের প্রধানমন্ত্রী ও দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মারা গেছেন ইরানের এক প্রভাবশালী সেনা কমান্ডো। অদৃশ্য ভাইরাসের কাছে সবাই অসহায়। কঠিন এই পরিস্থিতিতে থমকে যাওয়া ক্রিকেট নিয়ে আলোচনার জন্য এক ভিডিও কনফারেন্সের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে আইসিসির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ড প্রধানদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব নেয়ার পর প্রথমবার এই সভায় অংশ নেন সৌরভ গাঙ্গুলী। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিভিন্ন দেশের বোর্ডের পাশাপাশি দুবাইয়ে আইসিসির সদর দফতরও বন্ধ হয়ে যায়। ভার্চুয়াল এ সভায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের আয়ের হিসাব তুলে ধরা হয়। আলোচনা হয় আরও কিছু বিষয় নিয়ে। বিশ্বজুড়ে চলমান করোনা বিপর্যয় শেষে নিজেদের ব্যবসা সঠিকভাবে চালিয়ে নিতে সদস্যদের সঙ্গে এক হয়ে কাজ করার কথা জানিয়ে আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনে বলেন, ‘আমাদের বিস্তৃত ব্যবসায়ের ধারাবাহিকতা আকস্মিক পরিবর্তিত হয়ে গেছে। আমাদেরকে বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পরিকল্পনা করতে হবে। যেন আমরা আমাদেরকে খুঁজে পাই। আইসিসি বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের ইভেন্টগুলো নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। চলমান বিপর্যয় সামলিয়ে কিভাবে ভবিষ্যতের সূচী করা যায় এ নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে আইসিসি।’ নারীদের টি২০ বিশ্বকাপ সুন্দর করে পরিচালনা করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং আয়োজক কমিটিকে এ মিটিংয়ের মধ্য দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে। আইসিসির নির্ধারিত এ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি সদস্যদেশগুলোকে নিয়মিত আপডেটের মধ্যে রাখবে এবং করোনাভাইরাসের কারণে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে অনুযায়ী সামনের পরিকল্পনা ঠিক করা হবে। আমরা আগের মতোই ব্যাপক পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগোব। একই সঙ্গে বৈশ্বিক অবস্থার সঙ্গেও নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা চালাব।’ আইসিসি আরও জানিয়েছে, ‘সদস্য দেশগুলোকে নিয়ে সম্ভাব্য সব ধরনের পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে এবং সুবিধাজনক সিদ্ধান্তই গ্রহণ করা হবে।’ মূলত চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ সুপার ওডিআই লিগ শুরু হওয়ার কথা আগামী মে মাস থেকে। এরপর তো রয়েছেন টি২০ বিশ্বকাপ। এগুলোর কোনটি নিয়েই আলাপ হয়নি আইসিসি সভায়। যদিও এর আগেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী জুন পর্যন্ত সকল ধরনের ক্রিকেট স্থগিতের ঘোষণা দিয়ে আইসিসি জানিয়েছিল, ‘বর্তমান পরিস্থিতি এবং বিশ্বজুড়ে যেসব নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা মাথায় রেখে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, জুন পর্যন্ত সব প্রতিযোগিতা পিছিয়ে দেয়া হবে।’ বিসিসিআইর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সভায় অংশ নেন ভারতীয় নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সভায় আলোচনা হওয়া বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি। ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি২০ বিশ্বকাপ আয়োজনের পর আইসিসি-বিসিসিআই আর্থিক সংঘাতের নিষ্পত্তি হওয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ ও জুলাইতে আইসিসির নির্বাচনও ছিল আলোচনার মূল বিষয়গুলোর একটি। ২০১৬ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ভারত সরকারকে কর দিতে হয় বিসিসিআইএর। পরে তার একটি অংশ ফেরত পায় বিসিসিআই, এতে টুর্নামেন্ট আয়োজনের খরচ কমে গেলেও লাভের ভাগ পায়নি আইসিসি। এরপরই শুরু হয় দুপক্ষের দ্বন্দ্ব, আইসিসি প্রায় ২৩.৭ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে বসে বিসিসিআইয়ের কাছে। ক্ষতিপূরণের অর্থ ফেরত না দিলে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন থেকেও ভারতকে বঞ্চিত করা হবে এমন হুমকিও দেয়া হয়েছিল। কিন্তু ওই বিশ্বকাপের পর সাড়ে তিন বছর পার হলেও আইসিসি বুঝে পায়নি ক্ষতিপূরণের অর্থ। অন্যদিকে জুলাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসির নির্বাচন। সে ক্ষেত্রে মূল নজর স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত করা। পদত্যাগ করা আইসিসির সাবেক চেয়ারম্যান এবার আগ্রহ না দেখালেও কয়েকটি বোর্ড থেকে বিশেষ করে ইংল্যান্ড ও ওয়েলস (ইসিবির) চেয়ারম্যান কলিন গ্রেভস আগ্রহ প্রকাশ করেছেন।
×