ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে করোনার কারণে জলোৎসব বাতিল

প্রকাশিত: ০৯:১৪, ২৯ মার্চ ২০২০

রাঙ্গামাটিতে করোনার কারণে জলোৎসব বাতিল

নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি, ২৮ মার্চ ॥ চৈত্র মাসের শেষ ২ দিন ১ বৈশাখ পাহাড় সাজবে উৎসবের নবরূপে। কারণ দিনটি হলো নববর্ষ বা বৈসাবি। হিসাবে পাহাড়ের মানুষ অনাদিকাল থেকে পালন করে আসছে। সেই উৎসব এইবার ভাটা পড়েছে। করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব যেভাবে নাকাল। তার থেকে পাহাড়ের বাসিন্দারাও নিস্তার পায়নি। এ কারণে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ সামাজিক উৎসব ‘জলকেলি বা জলোৎসব’ বাতিল করেছেন মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস)। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস) এর কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার সম্পাদক হ্লা প্রু সাইন মারমা। তিনি জানান, প্রতিবছর মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা পুরনো বছরের সকল দুঃখ-কষ্ট ভুলে একে অপরকে পানি ছিটিয়ে ‘জলকেলি বা জলোৎসবে মেতে উঠেন। কিন্তু সম্প্রতি করোনাভাইরাস সারা পৃথিবীর মানব সমাজকে গ্রাস করছে। এই ভাইরাস থেকে পাহাড়ের বাসিন্দারাও রেহাই পাচ্ছে না। সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে, নতুন বছরে ‘সাংগ্রাই জলোৎসব বা জলকেলি’ উৎসব না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মারমা নেতারা জানান।
×