ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত পাঁচ

প্রকাশিত: ০৯:১১, ২৯ মার্চ ২০২০

টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ মার্চ ॥ একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর বাধাই গ্রামের সমতুল্লার ছেলে জুলহাস আলী (৫০), বগুড়া জেলার দুপচাচিয়া এলাকার মৃত কাদেরের ছেলে আলেক (৪৫)। এছাড়া অজ্ঞাত আরও ৩ জন রয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার কাওরান বাজার থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে ১৬ জন আটকা পড়ে। তাদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৫ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন নারীসহ আহত হয়েছে ১১ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতরা হলো- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার হাফিজুর রহমানের ছেলে নুরনবী (২৮), রংপুর জেলার মিঠা পুকুর এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে লিটন (৩২), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামের আবুবক্কর সিদ্দিক (৪৫), বগুড়া জেলার তাহমিনা (৪০), রংপুর জেলার তুরাবগঞ্জ এলাকার ওজিয়ার রহমানের ছেলে শিপন (৩০), পীরগঞ্জ এলাকার মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল হক (৫০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার হাবিব (৩০)। এছাড়া আহত অজ্ঞাত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। গাজীপুরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শনিবার দুপুরে মাইক্রোবাসের সঙ্গে দুটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৮ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই ওই দুই অটোরিক্সার আরোহী ছিলেন। পুলিশ মাইক্রোবাসের চালককে আটক করেছে। নিহতের নাম আফতাব উদ্দিন রাজ (৬৫)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কটিয়াদি গ্রামের মৃত মোসলেম উদ্দিন রাজের ছেলে। জিএমপির কোনাবাড়ি থানার এসআই আব্দুল জলিল ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে সিএনজি চালিত দুটি অটোরিক্সা যাত্রী নিয়ে চান্দনা চৌরাস্তা খেকে কোনাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা বাইমাইল ব্রিজের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিক্সা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাগুলো দুমড়ে মুচড়ে উল্টে যায় এবং আরোহীরা আহত হয়। চট্টগ্রাম নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মিলি জলদাশ (৫) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড় কুমিরা ঘাটঘর গুপ্তছড়া-সন্দ্বীপ ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ঘাটঘর সড়কের পার্শ্ববর্তী জেলে পাড়া এলাকার কৃষ্ণ জলদাশের মেয়ে। ঘটনার পর পর স্থানীয়রা ঘাতক রড বোঝাই ট্রাকটি আটক করে। জানা যায়, উপজেলার বড় কুমিরা ঘাটঘর গুপ্তছড়া-সন্দ্বীপ ফেরিঘাট সড়কে একটি রড বোঝাই ট্রাক সন্দ্বীপ নেয়ার জন্য ঘাটে যাওয়ার পথে জেলে পাড়া এলাকা থেকে এক শিশু হঠাৎ দৌড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। রংপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, অটোরিক্সা খাদে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে রংপুরের পীরগাছার বড়দরগা এলাকার রংপুর-পাওটানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী কুতুব উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। কল্যাণী ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় বাসিন্দা তবারক আলী জানান, দুপুরে যাত্রী বোঝাই অটোরিক্সাটি রংপুর থেকে পাওটানা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই অটোরিক্সায় থাকা বৃদ্ধ যাত্রী কুতুব উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অটোচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×