ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

নবম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৮:৫৪, ২৯ মার্চ ২০২০

নবম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা হাই স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় - ৩, বল জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৭৬। বল-বেয়ারিং কিসের তৈরি? উত্তর : ইস্পাতের ৭৭। জ¦ালানি শক্তির অপচয় হয় কীসের জন্য? উত্তর : ঘর্ষণের জন্য ৭৮। মবিল, পেট্রোলিয়াম প্রভৃতি কোন ধরনের পদার্থ? উত্তর : লুব্রিকেন্ট পদার্থ ৭৯। গাড়ির ঘূর্ণনশীল যন্ত্রাংশের ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয়? উত্তর : লুব্রিকেন্ট পদার্থ ৮০। ঘর্ষণকে কী বলা হয়? উত্তর : প্রয়োজনীয় উপদ্রব বা ঘবপবংংধৎু বারষ. ৮১। অস্পর্শ বল কয়টি? উত্তর : ৪টি ৮২। গ্রিজ কী ধরনের পদার্থ? উত্তর : লুব্রিকেন্ট পদার্থ ৮৩। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কোন সূত্রের অনুরূপ? উত্তর : নিউটনের গতির তৃতীয় সূত্রের ৮৪। প্রবাহী ঘর্ষণ কাকে বলে? উত্তর : যখন কোনো বস্তু যেকোনো প্রবাহী পদার্থ যেমন -তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। ৮৫। আবর্ত ঘর্ষণ কাকে বলে? উত্তর : যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। ৮৬। বিসর্প ঘর্ষণ কী? উত্তর : যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে গর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে। ৮৭। আম গাছ থেকে আম নিচে পড়ে কী কারণে? উত্তর : অভিকর্ষ বলের কারণে ৮৮। তেজষ্ক্রিয় ভাঙ্গনের জন্য কোন বল দায়ী? উত্তর : দুর্বল নিউক্লিয় বল ৮৯। সবল নিউক্লিয় বলের পাল্লা কীসের সমান? উত্তর : নিউক্লিয়াসের ব্যাসার্ধের ৯০। সুতার সাহায্যে ঝুলন্ত কোনো বস্তু এদিক ওদিক দুলছে। এটি কোন বলের উদাহরণ? উত্তর : অসাম্য বলের ৯১। ভরবেগের পরিমাপগত ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? উত্তর : নিউটনের ২য় সূত্র থেকে ৯২। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কী হবে? উত্তর : ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে ৯৩। খেলনা গাড়ির স্প্রিং সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করে রাখা হয়? উত্তর : বিভবশক্তি ৯৪। রকেট উৎক্ষেপনের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? উত্তর : নিউটনের গতির ৩য় সূত্র ৯৫। মুক্তভাবে ভাসমান একটি নৌকা থেকে লাফ দিয়ে নামার সময় নৌকাটি পিছনের দিকে সরে যায়- এটি কোন নীতি মেনে চলে? উত্তর : ভরবেগের সংরক্ষণশীলতা নীতি
×