ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চা বাগানে বহিরাগত প্রবেশ নিষেধ

প্রকাশিত: ০৮:৫১, ২৯ মার্চ ২০২০

চা বাগানে বহিরাগত প্রবেশ নিষেধ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৮ মার্চ ॥ চা-শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে এখনও ছুটি দেয়া হয়নি। ভ্যালীর চা-বাগানগুলোতে প্রায় ৪০ হাজার চা-শ্রমিক এখন পুরোদমে কাজ করছেন। তাদের নিরাপত্তায় চা-বাগানগুলো মাস্ক, সাবান এবং সচেতনতার জন্য লিফলেট বিতরণ ও হাত ধোয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর চা-বাগানে সকল দোকানপাট, অফিস ক্লাবসহ সব বন্ধ করে দেয়া হয়েছে। এত কিছুর পরও চা-শ্রমিকরা ঝুঁকির মধ্যে রয়েছেন বহিরাগতদের আনাগোনায়। এ অবস্থায় ভ্যালীর চা-বাগানগুলোতে বহিরাগতদের নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি ভ্যালীর সভাপতি ও চ-িছড়া চা-বাগান সিনিয়র ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন। পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম শনিবার এ তথ্য জানিয়েছেন।
×