ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে প্রস্তুত হচ্ছে করোনা টেস্ট ল্যাব

প্রকাশিত: ০৮:৫০, ২৯ মার্চ ২০২০

রামেক হাসপাতালে প্রস্তুত হচ্ছে করোনা টেস্ট ল্যাব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আগামী কয়েকদিনের মধ্যে করোনা রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে। এরই মধ্যে কিটস ও পলিমার চেন রিএ্যাকশন (পিসিআর) মেশিনসহ অন্যান্য সরঞ্জাম এসে পৌঁছেছে। রাজশাহী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে এ মেশিনটি বসানো হচ্ছে। এর জন্য আলাদা চারটি কক্ষ নেয়া হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে বেড়েছে হোম কোয়ারেন্টাইনের আওতায় আসা ব্যক্তির সংখ্যা। রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ নওশাদ আলী বলেন, করোনা টেস্ট ল্যাবটি প্রস্তুতের কাজ চলছে। এ সপ্তাহের শেষেরদিকে উদ্বোধনের চেষ্টা চলছে। এটি হলে রাজশাহী বিভাগের সন্দেহভাজন রোগীদের করোনা টেস্ট হবে এখানেই। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস জানান, পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্ল্যাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে। কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতকে খাবার দিচ্ছে পুলিশ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শিবগঞ্জের বেলভূজা গ্রামে দুবাইফেরত এক ব্যক্তি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকায় তার বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়। বাড়ির খাবার ফুরিয়ে গেলে লোকজনকে খবর দিয়েও পাওয়া যায় না। এ অবস্থায় ওই ব্যক্তি থানায় ফোন করলে পুলিশ সদস্যগণ বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্বে থেকে দুই কার্টন খাবার পৌঁছে দেয়। শনিবার সকালে শিবগঞ্জের ওসি মিজানুর রহমান জানান, ওই ব্যক্তি গ্রামে আসার পর নিজেই সচেতন হয়ে স্বেচ্ছায় বাড়িতে কোয়ারেন্টাইনে থাকেন। বাড়িতে খাবার ফুরিয়ে গেলে বিপাকে পড়েন। ওই বাড়িতে লাল পতাকা থাকায় পাড়ার লোকজন কেউ বাড়ির সীমানার কাছে দিয়ে যায় না। এই অবস্থায় ওই ব্যক্তি থানায় ফোন করে সহযোগিতা চান। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়। শুক্রবার বিকেলে ওসি ওই বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্বে থেকে খাবারের কার্টন পৌঁছে দেন। দেশের এই রেমিটেন্স যোদ্ধাকে এভাবে সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ।
×