ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্ন এঁকে দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৬:০৫, ২৮ মার্চ ২০২০

নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্ন এঁকে দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীর বিভিন্ন হাট বাজারে কেনাকাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন এঁকে দিয়ে জনগনকে সচেতন করছে পুলিশ প্রশাসন। শনিবার সকালে নরসিংদীর বিভিন্ন বাজারে দোকানের সামনে সাংকেতিক চিহ্ন গোল বৃত্ত এঁকে দেয়া হয়েছে। বৃত্তের ভিতরে দাড়িয়ে ক্রেতা সাধারন দোকানীর নিকট থেকে পন্য ক্রয় করবেন। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনায় কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে করোনা ভাইরাসকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য এসব চিহ্ন আঁকা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জেলার সবকয়টি থানা এলাকায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসে সংক্রমিত না হওয়ার জন্য সচেতন করা হচ্ছে।
×