ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ সরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ শুরু

প্রকাশিত: ০৫:০১, ২৮ মার্চ ২০২০

মুন্সীগঞ্জ  সরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সরকারি মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় জেলায় বরাদ্দকৃত মোট ৭ লাখ টাকা এবং ১শ’ টন চাল ছয়টি উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোতে শনিবার বিতরণ শুরু হয়েছে। দুপুরে শহরের হাটলক্ষীগঞ্জে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি এই ত্রাণসামগ্রী বিতরণ করেন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এই সময় আরও অংশ নেন পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, ইউএনও ফারুক আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ। ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরির ডাল, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে প্যাকেটে করা হয়। শনিবার শুধু সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভা, রামপাল ইউনিয়ন, বজ্রযোগিনী ইউনিয়ন ও পঞ্চসার ইউনিয়নে ২শ’ পরিবারকে এই ত্রাণ সমাগ্রীর প্যাকেট প্রদান করা হয়। এছাড়াও টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। মোট ৭ লাখ টাকা এবং ১শ’ টন চাল ছয়টি উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোতে বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের হাটলক্ষীগঞ্জে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি এই ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এই সময় আরও অংশ নেন পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, ইউএনও ফারুক আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ। ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরির ডাল, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে প্যাকেটে করা হয়। শনিবার শুধু সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভা, রামপাল ইউনিয়ন, বজ্রযোগিনী ইউনিয়ন ও পঞ্চসার ইউনিয়নে ২শ’ পরিবারকে এই ত্রাণ সমাগ্রীর প্যাকেট প্রদান করা হয়। এছাড়াও টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ইতিমধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিনা প্রয়োজনে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। ফলে নি¤œ আয়ের মানুষ উপার্জনহীন হয়ে পড়ায় সরকারিভাবে বরাদ্দকৃত এসব খাদ্যসামগ্রী কর্মহীন ও উপার্জনহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের লোকজনকে খাদ্যসহায়তা দেওয়াসহ করোনাভাইরাস মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, করোনাভাইরাসের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হতদরিদ্রদের জীবনে। এ অবস্থায় প্রাথমিকভাবে তাদের জন্য ১০০ টন চাল ও সাত লাখ টাকা বরাদ্দ এসেছে। এগুলো আজ বিতরণ শুরু হয়েছে। সরকার জনগনের পাশে আছে।
×