ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের গোলবৃত্ত কর্মসূচি

প্রকাশিত: ০৪:৫৬, ২৮ মার্চ ২০২০

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের গোলবৃত্ত কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ কর্মসূচি চলছে। ওই কর্মসূচির আওতায় শুক্রবার থেকে ২ দিন যাবত শহরের ঔষধের দোকানসহ খাদ্যসামগ্রীর দোকানের সামনে ন্যূনতম ৩টি গোলবৃত্ত এঁকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। আর এর মধ্য দিয়ে ক্রেতা সাধারণ সামাজিক দূরত্ব বজায় রেখে একদিকে ওই গোলবৃত্তে দাঁড়িয়ে নিজ নিজ চাহিদামতো ঔষধ ও খাদ্যসামগ্রী কিনে নিচ্ছেন, অন্যদিকে ফিরে আসছে শৃঙ্খলা। শনিবার দুপুরে শহরের বটতলা মোড়ে থাকা একটি ব্যস্ততম ঔষধের দোকানের সামনে দেখা যায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে নিজ হাতে রং নিয়ে গোলবৃত্ত আঁকছেন এসআই শাহিন সরকার। এরপর ওই গোল বৃত্তে দাঁড়িয়ে ঔষধ ক্রয় করেন উপস্থিত ক্রেতারা। শহর ঘুরে দেখা যায়, দোকানপাট বন্ধের পাশাপাশি জনযাতায়াত না থাকায় শহর অনেকটাই ফাঁকা। এরপরও পুলিশের লোকজন পিকআপে করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি শহরময় টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়গুলোতে রাস্তায় নেমে তারা অনিবার্য সমস্যা ছাড়া লোকজনকে অযথা ঘুরাফেরাসহ শহরে প্রবেশে নিরুৎসাহিত করছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্র ও শনিবার মিলে শহরের প্রায় শতাধিক দোকানে ওই গোল বৃত্ত আঁকা হয়েছে। ওই আঁকার কাজ করছেন এসআই শাহিন সরকার, এএসআই জুলহাস উদ্দিন ও হায়দার আলী। কাজটি চলমান থাকবে বলেও তিনি জানান। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার তৎপরতা বাড়ানো হয়েছে। এ জন্য জেলা সদরসহ প্রতিটি উপজেলার হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট, মাইকিং প্রচারণা ও টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি এবার ঔষধের দোকান ও খাদ্যদ্রব্যের দোকানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গোলবৃত্ত আঁকার কার্যক্রম চলছে। এছাড়া বিদেশ ফেরত এবং রাজধানী ঢাকা ফেরত লোকজনকে কোয়ারেন্টাইনে রাখতেও পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
×