ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার আক্রান্ত!

প্রকাশিত: ০০:২৮, ২৮ মার্চ ২০২০

করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার আক্রান্ত!

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতি করোনাভাইরাসে নাকাল পৃরো বিশ্ব। ছাড়ছে না কাউকে।ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডাউনিংস্ট্রিটের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়। তিনি এখন থেকে সেলফ আইসোলেশনে থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে, শুক্রবার বরিস জনসনের করোনায় আক্রান্তের কয়েক ঘণ্টা পর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের এই ভাইরাসে আক্রান্তের খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। ম্যাট হ্যানকক তার টুইটারে শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’ ব্রিটেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হোয়াইটি শুক্রবার জানিয়েছেন, তিনি নিজের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির লক্ষণ অনুভব করছেন। এর ফলে ব্রিটেনে করোনাভাইরাস বিরোধী যুদ্ধের প্রধান তিন কর্ণধারই স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন।
×