ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরেক বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ মার্চ ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরেক বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন আরও একজন বাংলাদেশি। ২৭ মার্চ কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে বাবুল আহমেদ নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবুল আহমেদ জ্যাকসন হাইটসের খাবার বাড়ির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি 'বাবুল ভাই' নামেই কমিউনিটিতে সমধিক পরিচিত ছিলেন। গত ১৩ মার্চ জ্যাকসন হাইটস মসজিদে শেষ জুম্মার আজান ও খুৎবা দিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, আমাদের অনেক ভাই করোনায় আক্রান্ত, সবার জন্য দোয়া করি। এই মহামারি থেকে রক্ষা পেতে সবাই নিজ নিজ গৃহে থেকে ইবাদত করবো। এ নিয়ে নিউইয়র্কে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রে মোট ১ লাখ ৪ হাজার ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৬০৬ জন।
×