ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন বারির বিজ্ঞানীরা

প্রকাশিত: ০৯:৩৭, ২৮ মার্চ ২০২০

 হ্যান্ড স্যানিটাইজার  তৈরি করেছেন বারির বিজ্ঞানীরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বাংলাদেশেও এর সংক্রমণ ঘটেছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতার নিমিত্ত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় বাজারে এর সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাবের উদ্যোগে বারির ল্যাব বিজ্ঞানীগণ স্থানীয়ভাবে তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার। বারির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি (কৃষি মন্ত্রণালয়ের একমাত্র এ্যাক্রিডেটেড ল্যাবরেটরি), পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের এনালাইটিক্যাল ল্যাবরেটরি এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ল্যাবরেটরিতে কর্মরত বিজ্ঞানীদের সমন্বয়ে স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার ল্যাবরেটরিতে তৈরির জন্য সোমবার একটি কমিটি গঠন করা হয়।
×