ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় শিশুদের শিক্ষা সহায়তা বাড়াচ্ছে ইউনিসেফ

প্রকাশিত: ০৯:৩৪, ২৮ মার্চ ২০২০

করোনায় শিশুদের শিক্ষা সহায়তা বাড়াচ্ছে ইউনিসেফ

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ এর কারণে বিশ্বের বহু দেশে স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষা কার্যক্রম বিঘিœত হচ্ছে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থীর। এসব শিশুদের লেখাপড়া অব্যাহত রাখতে উল্লেখযোগ্য হারে সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইউনিসেফ। এর আওতায় স্কুলগুলোকে নিরাপদ রাখার পদক্ষেপও নেয়া হবে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমো হোজুমি এ শিক্ষা সহায়তার বিষয়টি জানান। খবর বাংলানিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মতো শিশুদের ও স্কুলের কর্মচারীদের ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশের স্কুলগুলোও বন্ধ করতে হয়েছে। এই নজিরবিহীন পরিস্থিতে শিশুরা যেন বাড়িতেই বিভিন্ন বিকল্প শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের পড়ালেখা অব্যাহত রাখতে পারে এবং এই জরুরী অবস্থার নেতিবাচক প্রভাব যেন শিশু ও সমাজের ওপর না পড়ে সেজন্য আমাদের এখন সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। অন্যান্য দেশের জরুরী অবস্থার অভিজ্ঞতা থেকে দেখা যায়, শিশুরা যত বেশি সময় স্কুল থেকে দূরে থাকে, তাদের স্কুলে ফেরার সম্ভাবনা ততটাই কমে যায়। বাংলাদেশে কোভিড-১৯ এর কারণে স্কুল বন্ধ থাকাকালে শিশুদের লেখাপড়া অব্যাহত রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করছে ইউনিসেফ। ভাইরাসের সংক্রমণ থেকে শিশুরা যেন যথাযথ সামাজিক দূরত্বে থাকে সেজন্য টিভি, রেডিও, মোবাইল ফোন ও ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করবে ইউনিসেফ। শিশুদের লেখাপড়া হবে অংশগ্রহণমূলক, এতে অভিভাবক ও শিক্ষার্থীদের যুক্ত করা হবে, শিক্ষার্থীর অংশগ্রহণের ওপর নজর রাখা হবে এবং সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারছে তার মূল্যায়ন করা হবে। বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে এ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) মাধ্যমে শিশুদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য প্রারম্ভিকভাবে শিক্ষার ধারবাহিকতা বিষয়ক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে ইউনিসেফ ইতোমধ্যে সরকারকে সহযোগিতা করা শুরু করেছে।
×