ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কনের পিতাকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:২৫, ২৮ মার্চ ২০২০

  কনের পিতাকে  ৪০ হাজার  টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ মার্চ ॥ করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে শুক্রবার রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় একটি বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত কনের পিতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। রাজৈর মহিলা বিষয়ক অফিস সূত্র জানায়, করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও শুক্রবার টেকেরহাট শহীদ সরদার সাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর গোপনে বিবাহের দিন ধার্য করে তাদের পরিবার। এ খবরে রাজৈর উপজেলার ইউএনও সোহানা নাসরিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা অনুষ্ঠানের আগেই শুক্রবার সকাল ৯টার দিকে ছাত্রীর বোনের ভাড়া বাসা টেকেরহাট বন্দর আবাসিক এলাকার টিটু খালাসীর ভবনের দোতালার হাজির হন। এ সময় তাদের সঙ্গে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান, রাজৈর পৌর কমিশনার বাবলু বাঘা, প্রেসক্লাব সভাপতি ও অন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত হন। ওই ছাত্রী এখানেই তার বোনের ভাড়াটে বাসায় থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।
×