ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন জীবন পেলেন নুরি

প্রকাশিত: ০৮:০৫, ২৮ মার্চ ২০২০

 নতুন জীবন পেলেন নুরি

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন জীবন পেয়েছেন হল্যান্ডের তরুণ ফুটবলার আবদেলহাক নুরি। অসুস্থ হয়ে কোমায় থাকা এই মিডফিল্ডার টানা ৩৩ মাস পর জ্ঞান ফিরে পেয়েছেন। তার এই নবজীবনে সবাই বিমোহিত। সুস্থ থাকলে হয় তো ডাচ ক্লাব আয়াক্সের সোনালি প্রজন্মের সদস্য হতেন নুরি। ম্যাথিস ডি লিট, ফ্রাঙ্কি ডি ইয়ংদের যেভাবে জুভেন্টাস-বার্সিলোনার মতো ইউরোপের ধনী ক্লাবগুলো দলে ভিডিয়েছে তেমনি নুরিকে নিয়েও হয়ত টানাটানি হতো। তার সময়ের সম্ভাবনাময় উঠতি এ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন তিনি। হল্যান্ডের বয়সভিত্তিক দলের এ পরিচিত মুখ আয়াক্সের যুবদলের পর মূল দলেরও অন্যতম সদস্য হয়ে ওঠার পথে ছিলেন। ২০১৫-১৭ মৌসুমে ডাচ ক্লাবটির হয়ে ইরেদিভিসিতে ৯ ম্যাচও খেলেছেন। সব মিলিয়ে আয়াক্সের হয়ে ১৯ বছর বয়সেই ১৫ ম্যাচ খেলেছিলেন নুরি। কিন্তু ভাগ্যটা তার সহায় হয়নি। ২০১৭ সালের জুলাইয়ে আয়াক্সের হয়ে জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলতে গিয়ে মাঠের মধ্যে ‘কার্ডিয়াক এ্যারহিদমিয়া এ্যাটাক’ আক্রান্ত হন। মস্তিষ্কের ক্ষতির কারণে চলে যান কোমায়। এরপর যেন মাঠের পরিবর্তে হাসপাতালই হয়ে ওঠে তার ঘর। কার্ডিয়াক এ্যাটাকের পরপরই মাঠে পর্যাপ্ত চিকিৎসা না থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আয়াক্স তার চিকিৎসার সব ব্যয় বহন করে। অবশেষে দীর্ঘ ২ বছর ৯ মাস অর্থাৎ ৩৩ মাস ?পর কোমায় অচেতন থাকার পর জেগেছেন নুরি। কোমা পর্যায় থেকে জেগে অন্যের উপর নির্ভরশীল নুরি এখন কেবল ‘খাচ্ছেন, ঘুমাচ্ছেন এবং ভ্রু কুঁচকাচ্ছেন’ বলে জানা গেছে।
×