ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনির্দিষ্টকাল স্থগিত বাফুফে নির্বাচন

প্রকাশিত: ০৮:০৪, ২৮ মার্চ ২০২০

 অনির্দিষ্টকাল স্থগিত বাফুফে নির্বাচন

স্পোর্টস রিপোর্টার ॥ বিষয়টা অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত তাই হলো। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করো হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন এবং সাধারণ সভা, যা আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর এসব করা হয়েছে করোনাভাইরাসের কারণে। শুক্রবার বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন জরুরীভিত্তিতে নির্বাহী কমিটির কর্মকর্তাদের কাছ থেকে নির্বাচন নিয়ে মতামত গ্রহণ করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বাফুফে ভবনে জরুরী সভা হওয়ার কথা থাকলেও সভায় না বসে সভাপতি সবার কাছ থেকে জরুরী মতামত নেন। নির্বাহী কমিটির সবাই নির্বাচন স্থগিতের পক্ষে মতামত দিয়েছেন বলে সভাশেষে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আগামী ২০ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করে বাফুফে গঠিত নির্বাচন কমিশন আগামী ৩ এপ্রিল ভোটের তফসিল ঘোষণা করার দিন ধার্য করেছিল। এখন বাফুফে নির্বাচন স্থগিত করে দেয়ায় স্থগিত হয়ে গেল সবকিছুই। গঠণতন্ত্র অনুসারে আগামী ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। তবে বিশ্বব্যাপী করোনোভাইরাসে সবকিছু থামিয়ে দেয়ায় ফিফা ও এএফসিও কঠোর অবস্থান থেকে সরে এসে বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে দেবে বিশ্বাস বাফুফের। নির্বাহী কমিটির এই সিদ্ধান্ত বাফুফে এখন অবহিত করবে ফিফা ও এএফসিকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিফা ও এএফসির সঙ্গে আলোচনা করে এজিএম ও নির্বাচনের নতুন তারিখ ঠিক করবে বাফুফে।
×