ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা প্রতিরোধে মাশরাফির উদ্যোগ

প্রকাশিত: ০৮:০২, ২৮ মার্চ ২০২০

  করোনা প্রতিরোধে মাশরাফির উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এগিয়ে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এই মুহূর্তে সারাদেশ ১০ দিনের জন্য লকডাউন রয়েছে। এলাকার খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন সাংসদ মাশরাফি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাশরাফি নিজে যেমন ঘরবন্দী, নানাভাবে মানুষকে আহ্বান করছেন ঘরে থাকতে। সম্প্রতিই ক্রিকেটারদের গড়া তহবিলে ২ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন মাশরাফি। এবার নিজ এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা শুরু হয়েছে স্বাধীনতা দিবসের দিন থেকেই। তাছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সর্বমোট ৫০০টি সুরক্ষা পোশাক (পিপিই) দেয়ারও ঘোষণা দিয়েছেন মাশরাফি। নড়াইল-২ আসনটি লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোলপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ জাতীয় নির্বাচনে এই আসনে ৯৬ ভাগ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী লকডাউনে ঘরে আবদ্ধ সবাই। এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক দিন এনে দিন খাওয়া মানুষ। তাই মোট ১ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে মাশরাফির নিজস্ব তহবিল থেকে। প্রথম অবস্থায় ৩০০ পরিবারকে বিতরণ করা হবে, এভাবে ধীরে ধীরে যত দূর এগিয়ে নেয়া যায়।
×