ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসিদের আপত্তি, তবু কাটা হচ্ছে বেতন

প্রকাশিত: ০৮:০১, ২৮ মার্চ ২০২০

 মেসিদের আপত্তি, তবু কাটা হচ্ছে বেতন

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের ভয়াল থাবায় সবকিছু ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও থমকে গেছে। খেলা বন্ধ হয়ে যাওয়ায় সবকিছুতে স্থবিরতা বিরাজ করছে। বিশ্বের নামীদামী ক্লাবগুলো যেখানে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করেন সেই তারাই এখন অসহায় হয়ে পড়েছেন। যে কারণে অনেকে খেলোয়াড় ও স্টাফদের ঠিকমতো বেতন দিতে পারছেন না। এই আশঙ্কা সৃষ্টি হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার ক্ষেত্রেও। বেশ কয়েকদিন ঘরেই গুঞ্জন চলছিল, লিওনেল মেসি-জেরার্ড পিকেদের বেতন কেটে নেয়া হবে। কিন্তু কত কাটা হবে সেটা নিয়ে চলছিল দেনদরবার। অবশেষে মেসিদের আপত্তির মুখেই তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে বার্সা কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতেই কঠিন এই সিদ্ধান্ত নিয়েছে কাতালানদের। খেলা বন্ধ থাকায় প্রতি সপ্তাহে কোটি কোটি ইউরো হারাচ্ছে বার্সা। টেলিভিশনস্বত্ব ও ম্যাচ জয়ের প্রাইজমানি হিসেবে যে টাকাগুলো পাওয়া যেত লা লিগার কাছ থেকে সেটাও এখন বন্ধ। একই সময়ে ম্যাচের টিকেট বিক্রি করেও আয় হচ্ছে না। করোনার কারণে বন্ধ হয়ে গেছে বার্সা জাদুঘর। সেই জাদুঘর দেখতে প্রতিদিন শত শত দর্শক আসতেন ন্যুক্যাম্পে। এখন সে খাত থেকে কামাই-রোজগার নেই ক্লাবের। বিভিন্ন দিক থেকে আর্থিক ক্ষতি সামলাতে না পেরে বিশেষ স্প্যানিশ শ্রম আইন ব্যবহার করেছে বার্সা। ইআরটিই বা অস্থায়ী কর্মশক্তি সামঞ্জস্য পরিকল্পনা নামের এই আইনে বলা আছে ক্রান্তিকালে চাইলে যে কোন প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মীদের বেতন কাটছাঁট করতে পারবে। এই আইনেই বলা আছে প্রথম ১৮০ দিন পর্যন্ত ৭০ শতাংশ হারে বেতন পাবেন কর্মীরা। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময়ে এই আইন ব্যবহার করেছিল স্পেন। বোর্ড সভার পর এক বিবৃতিতে ইআরটিই নিয়ে বার্সা জানিয়েছে কেবল খেলোয়াড় কিংবা স্টাফই নন, ক্লাবের সব রকম কর্মীদেরই বেতন কেটে নেয়া হবে ৩০ শতাংশ হারে। বর্তমান উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার মানিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে এই কর্মীদের। বেতন কাটার সম্ভাবনার কথা জানার পর অবশ্য বার্সার খেলোয়াড়রা কিছুটা নমনীয় হয়েছেন। কারণ তারা ভাল করেই জানেন করোনা পরিস্থিতির অবনতির কারণে তাদের আয়ে ধাক্কা লাগবেই। কিন্তু ক্লাবের প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিলেন মেসিরা। কারণ প্রথমে তাদের মোট বেতনের ৭০ শতাংশ কেটে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। পরে অবশ্য দু’পক্ষের আলোচনায় বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনও (পিএসজি)। সঙ্কট মোকাবেলায় ফ্রান্সের একটি চ্যারিটি প্রতিষ্ঠানকে এক লাখ ইউরো অনুদান দিয়েছে ফরাসী ক্লাবটি। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত শিশু, বৃদ্ধ ও গৃহহীনদের সাহায্য করা হবে। পাশাপাশি মাঠে কর্মরত ডাক্তারদের সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের জন্যও ব্যয় করা হবে। এদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার আবদুল কাদির মোহাম্মদ ফারাহ। গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার পর ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি ছিলেন ফারাহ। কিন্তু জীবনযুদ্ধ জয় করতে পারেননি তিনি। মৃত্যুকালে কাদিরের বয়স হয়েছিল ৫৯ বছর। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন সোমালিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি আবদিকানি সাইদ আরব। গত চার বছর ধরে সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন ফারাহ। বয়স তো খুব বেশি হয়নি। করোনার কাছে মানতে হলো হার।
×