ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জরুরী পরিস্থিতিতে সি আই সিতে তালা ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৭:৪১, ২৮ মার্চ ২০২০

  জরুরী পরিস্থিতিতে  সি আই সিতে  তালা ॥ দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কিছু কিছু প্রতিষ্ঠান খোলা রাখতে সরকারী নির্দেশনা থাকা সত্ত্বেও কক্সবাজারে সিআইসি নামে রোগ নির্ণয়ের একটি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে চলে গেছে মালিকপক্ষ। সিআইসির গেটলক দেখে অনেক সেবা গ্রহীতা ফিরে যাচ্ছে দুঃখ ভরাক্রান্ত মনে। প্রাইভেট ক্লিনিক-রোগ নির্ণয়ের সেন্টার হওয়ায় কাউকে দায়ী করতে পারছে না কেউ। পৌরবাসী কক্সবাজার ইনভেস্টিগেশন কমপ্লেক্স (সিআইসি) বন্ধ রাখা সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জানা যায়, কক্সবাজার ইনভেস্টিগেশন কমপ্লেক্স (সিআইসি) রোগ নির্ণয়ের দীর্ঘদিনের পুরাতন প্রতিষ্ঠান। সুনাম-দুর্নাম মিলে অবস্থান ভাল। গলাকাটা বাণিজ্য চালিয়ে গেলেও সেবা গ্রহণকারীরা কোনদিন প্রতিবাদ করেনি। এখানে রয়েছে অনেক নামকরা ডাক্তারদের চেম্বার। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে এখানে। হঠাৎ করে বৃহস্পতিবার থেকে সিআইসি বন্ধ দেখে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। জরুরী পরিস্থিতিতে জনসেবার খাতিরে দেশে হাসপাতাল, ফার্মেসি, ল্যাব ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ খোলা রাখতে সরকারী নির্দেশনা রয়েছে।
×