ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন

প্রকাশিত: ০৭:৪০, ২৮ মার্চ ২০২০

 করোনার পাশাপাশি   ডেঙ্গু প্রতিরোধে  মশা নিধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ মার্চ ॥ নড়াইলে করোনাভাইরাসের পাশাপাশি চলছে ডেঙ্গু প্রতিরোধের মশা নিধন অভিযান। নড়াইল পৌরসভার আয়োজনে এ উপলক্ষে শুক্রবার সকালে পৌরসভার ২, ৩ ও ৪নং ওয়ার্ড এলাকায় ধোঁয়া কামানের সাহায্যে বিভিন্ন বাসা-বাড়ির নর্দমায় ঝোপঝাড়ের মধ্যে ডেঙ্গু মশা নিধনের ওষুধ ছিটানো হয়। নড়াইলের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে মশার বেশ উপদ্রব বেড়ে যায়। ডেঙ্গু মশার লাভা যাতে বৃদ্ধি না পেতে পারে তার জন্য আগাম ব্যবস্থা হিসেবে এ কার্যক্রম শুরু করেছে নড়াইল পৌরসভা। নড়াইল পৌসভার পরিদর্শক সুজন কুমার ঘোষ জানান, গত কয়েক দিন ধরে এ কার্যক্রম চলছে। কয়েক দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করছে।
×