ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থানায় নির্যাতন করে আসামি হত্যার অভিযোগ ॥ ওসি, এএসআই সাসপেন্ড

প্রকাশিত: ১২:৪৪, ২৭ মার্চ ২০২০

 থানায় নির্যাতন করে  আসামি হত্যার  অভিযোগ ॥ ওসি,  এএসআই সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৬ মার্চ ॥ জেলার আমতলী থানায় একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদার থানা হাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ থানার ওসি আবুল বাশার ও ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির দাবি অনুযায়ী তিন লাখ টাকা না দেয়ায় নির্যাতন করে হত্যা করেছে। এ ঘটনায় আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় আমতলী থানা হাজতে। বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও ডিউটি অফিসার এএসআই আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন। নিহত শানু হাওলাদারের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শানু হাওলাদারের ছেলে সাকিব হোসেন বলেন, বিনা অপরাধে আমার বাবাকে ওসি ধরে এনে তিন লাখ টাকা ঘুষ দাবি করেছে। আমি ওসির দাবিকৃত ঘুষের টাকা দিতে অস্বীকার করায় আমার বাবাকে নির্যাতন করেছে। বাবার নির্যাতন সইতে না পেয়ে মঙ্গলবার দুপুরে আমি ওসিকে ১০ হাজার টাকা দেয়। কিন্তু ১০ হাজার টাকায় ওসি তুষ্ট হয়নি। জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×