ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীর মৃত্যু

স্পেন প্রবাসীদের অর্থ সহায়তা দিল বাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ২৭ মার্চ ২০২০

 স্পেন প্রবাসীদের  অর্থ সহায়তা  দিল  বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে স্পেন লকডাউন ঘোষণা করায় বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশীরা। দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড। এছাড়া বিশ্বের যে কোন দেশে থাকা প্রবাসীদের জন্য এ ধরনের মানবিক সহায়তা দিতেও সরকার প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। খবর ওয়েবসাইটের। ২৪ মার্চ লেখা এক চিঠিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য অর্থ সহায়তা চায় স্পেনের বাংলাদেশ দূতাবাস। ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর লেখা এই চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে স্পেনের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে ৩২ বাংলাদেশী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। ১৪ মার্চ থেকে সারা দেশ লকডাউন ঘোষণা করেছে স্পেন সরকার। ফলে বিপাকে পড়েছে দেশটিতে বসবাস করা প্রায় ৩০ হাজার প্রবাসী বাংলাদেশী। বিডিনিউজ জানায়, স্পেনের মাদ্রিদে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ৬৭ বছর বয়স্ক ওই ব্যক্তির মারা যায় বলে তার মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। করোনাভাইরাসের লক্ষণ থাকায় সেভাবেই তার চিকিৎসা চলছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে মৃতের সংখ্যা ইতোমধ্যে চার হাজার ছাড়িয়ে গেছে।
×