ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতাযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ১০:৪৪, ২৭ মার্চ ২০২০

স্বাধীনতাযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে এবারের স্বাধীনতা দিবস পালনে ছিল না কোন আনুষ্ঠানিকতা। তবে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে। এতে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করাও হয়। এছাড়াও বাংলাদেশসহ সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে পরিত্রাণের জন্যও বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার যোহর নামাজের পরে। করোনার প্রভাবে বৃহস্পতিবার থেকে সারাদেশ কার্যত লকডাউনে রয়েছে। সরকারী ঘোষণা অনুযায়ী এই অবস্থা ৪ এপ্রিল পর্যন্ত অব্যাহত রাখা হবে। এর মধ্যে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ রয়েছে। জনসমাগম এড়াতে সেনাবাহিনী নামানো হয়েছে। দেশবাসীকে থাকতে বলা হয়েছে ঘরের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস মোকাবেলা এখন পর্যন্ত কোন কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি। যেহেতু করোনাভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে রোগ তাই এটি মোকাবেলায় কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ সবচেয়ে কার্যকর পন্থা বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে তারা জনসমাগম হয় এমন সব আনুষ্ঠানিকতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এ কারণে দেশে স্বাধীনতা দিবসের সব ধরনরে কর্মসূচী বাতিল করা হয়। ফলে এবারই প্রথম ভিন্ন পরিবেশে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররমে যোহরের নামাজের পরপরই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার।
×