ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে লাইটার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন মারাত্মক দগ্ধ

প্রকাশিত: ১০:৪৩, ২৭ মার্চ ২০২০

গাজীপুরে লাইটার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন মারাত্মক দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরে গ্যাস লাইটার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধরা হলো নির্মল চন্দ্র সরকার (৪৫), তার স্ত্রী চায়না চন্দ্র সরকার (৩৮) ও তাদের ছেলে নিপু চন্দ্র সরকার (১৩)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, নির্মলের ১০০ শতাংশ তার স্ত্রী চায়নার শরীরের ৯৫ শতাংশ ও ছেলে নিপুর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। দগ্ধ গার্মেন্টসকর্মী চায়নার বড় ভাই পরিতোষ চন্দ্র সরকার জানান, তার বোন সপরিবার কাশিমপুর ইউসুফ মার্কেটের পাশে একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকে। তার স্বামীর ট্রেইলারের দোকান রয়েছে। তাদের একমাত্র ছেলে নিপু স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করে। সড়ক দুঘর্টনায় একজন নিহত ॥ রাজধানীর তেজগাঁও সাত রাস্তা ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে সাত রাস্তা ফ্লাইওভারের ঢালে যে কোন যানবাহনের ধাক্কায় অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।
×