ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক বিভাগে দুই নিয়ম

বিদ্যুত বিল পরিশোধের মেসেজ দিচ্ছে পবিস!

প্রকাশিত: ১০:৪৩, ২৭ মার্চ ২০২০

বিদ্যুত বিল পরিশোধের মেসেজ দিচ্ছে পবিস!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ২৬ মার্চ ॥ করোনার সংক্রামণ ঠেকাতে গোটা দেশ যখন প্রায় লকডাউনের পর্যায়ে, তখন স্থানীয় অফিস থেকে বিদ্যুত বিল পরিশোধের জন্য গ্রাহকদের মোবাইলে ম্যাসেজ দেয়া হচ্ছে। পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির (পবিস) আওতায় বাউফল জোনাল অফিস থেকে পাঠানো এমন ম্যাসেজ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২৫ মার্চ টেলিটকের ০১৫৩৫৪৩৯০৬৪ নম্বর থেকে বাউফল জোনাল অফিসের আওতায় বাউফল ও দশমিনা উপজেলার প্রায় ৯০ হাজার বিদ্যুত গ্রাহককে তাদের বিল পরিশোধের জন্য বলা হয়েছে। ম্যাসেজে উল্লেখ করা হয়েছে, ‘করোনা সংক্রান্ত আপৎকালীন সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। বিদ্যুত বিভ্রাট সংক্রান্ত আপনার অভিযোগ ০১৭৬৯৪০১৭৪৩ অথবা ০১৭৬৬৬৭৫০১৫ নম্বরে অবহিত করুন। আপৎকালীন সময়ে আপনার বিদ্যুত বিল টেলিটক/এজেন্ট-ব্যাংকিং/ বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।’ গত ২২ মার্চ রবিবার বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক আদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের বিদ্যুত বিল কোন বিলম্ব মাশুল বা সারচার্জ ছাড়া মে মাসে জমা দেয়ার জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি ওই দিনই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কাছে পাঠানো হয়েছে। জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান ওই চিঠিতে স্বাক্ষর করেন।
×