ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আফ্রিদি

৫০ লাখ রুপীর চাল দেবেন সৌরভ

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ মার্চ ২০২০

৫০ লাখ রুপীর চাল দেবেন সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা করোনাভাইরাস প্রতিরোধে হিমশিম খেয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। কোভিড-১৯ এখন সারাবিশ্বেই আতঙ্কের নাম। এমন পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান, অনেক মানুষই সরকারের পাশে এবং অনেকে জন সাধারণের সহায়তায় এগিয়ে এসেছেন। দক্ষিণ এশিয়ায় এর প্রভাব সবেমাত্র শুরু হয়েছে। কিন্তু ইতোমধ্যেই দারুণ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারতে ২১ দিনের লকডাউন, পাকিস্তান ও বাংলাদেশেও চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ৫০ লাখ রুপী (৫৫ লাখ টাকা) মূল্যের চাল বিতরণ করার ঘোষণা দিয়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে ভারতের অনেক পরিবারই অর্থনৈতিক সঙ্কটে পড়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গাঙ্গুলী। কলকাতার যুবরাজ ঘোষণা করেছেন তিনি ৫০ লাখ রুপী মূল্যের চাল বিতরণ করবেন অসহায় মানুষের মাঝে। এ বিষয়ে এক বিবৃতিতে ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সৌরভকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছে, ‘সৌরভ গাঙ্গুলী যেসব দরিদ্র মানুষকে বিনামূল্যে ৫০ লাখ রুপীর চাল বিতরণ করতে যাচ্ছেন তা আমাদের আশা জাগায়। তার এই উদ্যোগ অনেক রাজ্যবাসীকে উৎসাহিত করবে।’ সৌরভ নিজে এ বিষয়ে বলেছেন,‘করোনা ভাইরাসের মোকাবেলায় ইডেনের প্লেয়ার্স ডরমিটরিতে গড়ে তোলা যেতে পারে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র। সরকার চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’ সিএবি জানিয়েছে, সৌরভের সঙ্গে লাল বাবা রাইস এই খাদ্যদ্রব্য সরবরাহের কাজ করবে। জনগণের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে সরকারী স্কুলে বিতরণ করা হবে ওই চাল। অন্যদিকে সিএবির পক্ষ থেকে ২৫ লাখ রুপী ও সিএবির বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়া ৫ লাখ টাকা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করেছেন। এদিকে ভারতের চেয়ে করোনা সক্রমণের হার এই মুহূর্তে অনেক বেশি পাকিস্তানে। সেখানেও অসহায় হয়ে পড়েছেন দরিদ্র জনগোষ্ঠী। তাদের মাঝে ইতোমধ্যেই সাবেক অলরাউন্ডার আফ্রিদি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি মাস্ক পরে লোকজনের মধ্যে নিজে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার এই কাজে প্রশংসা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
×