ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজীব গান্ধী স্টেডিয়ামে কোয়ারেন্টাইন

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ মার্চ ২০২০

রাজীব গান্ধী স্টেডিয়ামে কোয়ারেন্টাইন

স্পোর্টস রিপোর্র্টার ॥ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই ভারতীয় সরকার এর সংক্রমণ প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকাররাও বসে নেই। কলকাতার বেশ কয়েকটি ইনডোর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন হোম করার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিআই) সৌরভ গাঙ্গুলী প্রস্তাব দেন ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন হোম করার। গোটা ভারত রয়েছে ২১ দিনের লকডাউনে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ হয়েছেন প্রায় ৭০০ মানুষ, মারা গেছে ১৪ জন। এমন অবস্থায় কার্যকর পদক্ষেপ নিয়েছে হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশন (এইচসি)। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন হোম করা প্রস্তাব দিয়েছে এইচসি। এইচসির সচিব বিজয়ানন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক অধিনায়ক আজহার উদ্দিন এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় যদি কোনভাবে সাহায্য করতে পারি আমরা তাহলে ভীষণ গর্বিত হব। রাজীব গান্ধী স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন হোম করার সব রকমের সুবিধা আছে বলেও জানান এইচসির সচিব বিজয়ানন্দ। এই মাঠে ৪০টি বড় কক্ষ আছে যেখানে অনায়াসে আইসোলেশনে থাকা যাবে। করোনা প্রতিরোধে ফেদেরারের ১০ লাখ ফ্রাঁ স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডেও শুরু হয়েছে এর প্রকোপ। এবার দেশে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসলেন সুইস জীবন্ত কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। তিনি ও তার স্ত্রী মিরকা অসহায় পরিস্থিতিতে পড়ে যাওয়া দেশের অসহায় পরিবারগুলোর সহায়তায় ১০ লাখ সুইস ফ্রাঁ (৮ কোটি ৬৫ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই ঘোষণা দেন ফেদেরার। ফেদেরার তার টুইটার বার্তা বলেন, ‘প্রত্যেকের জন্য এটা চ্যালেঞ্জিং সময়। মিরকা ও আমি ব্যক্তিগতভাবে সুইজারল্যান্ডের সবচেয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর জন্য ১০ লাখ সুইস ফ্রাঁ অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই অবদান শুরু মাত্র। আমরা আশা করি, অন্যরা প্রয়োজনে আরও বেশি পরিবারের সহায়তায় এগিয়ে আসবে। সবাই মিলে আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারি। সুস্থ থাকুন।’
×