ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হ্যাজার্ডের হতাশা...

প্রকাশিত: ০৯:২৮, ২৭ মার্চ ২০২০

হ্যাজার্ডের হতাশা...

স্পোর্টস রিপোর্টার ॥ টানা সাত বছর ইংলিশ ক্লাব চেলসিতে খেলার পর স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে এসেছেন ইডেন হ্যাজার্ড। ২০১৯ সালে গ্যালাক্টিকো শিবিরে আসার পর প্রত্যাশিত পারফরমেন্স প্রদর্শন করতে পারেননি বেলজিয়ামের এই এ্যাটাকিং মিডফিল্ডার। যে প্রত্যাশা নিয়ে রিয়াল তাকে এনেছিল সেটা পূরণ করতে পারেননি। যে কারণে মাত্র এক বছরের মাথাতেই হ্যাজার্ডের রিয়াল ছাড়ার গুঞ্জন রটে। ২৯ বছর বয়সী এই তারকা নিজেও হতাশ বার্নাব্যুতে প্রথম বছরের পারফরমেন্সে। তবে পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। চেলসিতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত অপ্রতিরোধ্য ছিলেন হ্যাজার্ড। একাই ব্লুজদের অনেক সাফল্য উপহার দিয়েছেন। এর মধ্যে দুইবার করে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লীগ ও উয়েফা ইউরোপা লীগ শিরোপা। একবার হয়েছেন প্রফেশনাল ফুটবলার্স এ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার। আসলে রিয়ালে চোটের কারণে এখনও নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি হ্যাজার্ড। গত মাসে গোড়ালির চোটে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে যাওয়ার আগে লা লিগায় ১০ ম্যাচে করেছেন মাত্র ১ গোল। যা তার নামের সাথে বড্ড বেমানান। গত নবেম্বর থেকে জানুয়ারি পর্যন্তও একই চোট নিয়ে ছিলেন মাঠের বাইরে ছিলেন। হতাশ এই তারকা রিয়ালে প্রথম মৌসুমের পারফরমেন্স নিয়ে সাক্ষাতকারে বলেন, রিয়ালে আমার প্রথম মৌসুমটা খারাপ হয়েছে, তবে সবকিছুই খারপ নয়। মৌসুমটা ছিল আমার জন্য মানিয়ে নেওয়ার। আমি আমার দ্বিতীয় মৌসুমের জন্য মূল্যায়িত হব। এটি অসাধারণ সব খেলোয়াড়দের দল। অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। এটা ছিল আমার জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা। হ্যাজার্ড বলেন, আমার চুক্তির এখনও চার বছর বাকি আছে। এ সময় ফর্মে থাকব বলে আশা করছি। মহামারীর কারণে খেলা পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। এতে তিনি হতাশ হলেও মনে করেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এ প্রসঙ্গে বলেন, জীবনের গুরুত্বটা সবার আগে, তার মানে এটা বাতিল করতেই হতো। দিন শেষে ফুটবলাররাও বাকি অন্যদের মতো।
×