ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ মিলিয়ন রুপী দেবে লঙ্কান ক্রিকেট বোর্ড

প্রকাশিত: ০৯:২৭, ২৭ মার্চ ২০২০

২৫ মিলিয়ন রুপী দেবে লঙ্কান ক্রিকেট বোর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক এ মহামারীর ছোবল লেগেছে প্রায় সব প্রান্তেই। পাকিস্তানেও কোভিড-১৯ এর ব্যাপক প্রভাব পড়েছে। পাকিস্তান সরকার লড়াই চালিয়ে যাচ্ছে এর সংক্রমণের ব্যাপকতা ঠেকাতে। সেই লড়াইয়ে আছেন সচেতন সাধারণ নাগরিকরাও। তবে যারা অসচেতনভাবে সংক্রমিত হচ্ছেন তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন এবার পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা। কোভিড-১৯ মোকাবিলায় সরকারের জরুরী তহবিলে বড় অঙ্কের আর্থিক সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিলে জরুরী তহবিলে ৫০ লাখ পাকিস্তান রুপী (২৭ লাখ টাকা) দান করবেন। এছাড়া পিসিবির কর্মকর্তা-কর্মচারীরাও বিভিন্ন পরিমাণে অর্থ জরুরী তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, দক্ষিণ এশিয়ার অপর দেশ শ্রীলঙ্কায়ও করোনা প্রতিরোধে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) সরকারকে ২৫ মিলিয়ন রুপী প্রদানের ঘোষণা দিয়েছে। কেবল ক্রিকেটাররাই নয়, সঙ্কট মোকাবিলায় এগিয়ে এসেছেন পিসিবি কর্মকর্তা-কর্মচারীরাও। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া একটি বিবৃতিতে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তারা বলেছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিলে জরুরী তহবিলে দান করবেন ৫০ লাখ পাকিস্তানী রুপী। আর বোর্ডের সিনিয়র ম্যানেজার পদমর্যাদা পর্যন্ত সবাই এক দিনের বেতন এবং জেনারেল ম্যানেজার ও এর উপরের পদে থাকা সবাই দুই দিনের বেতন দান করবেন। পিসিবি চেয়ারম্যান এহসান মানি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা যারা পিসিবিতে আছি, তারা সামান্য অবদান রাখছি, যা সরকারকে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।’ এছাড়া দ্বীপ দেশ শ্রীলঙ্কাতেও করোনার থাবা পড়েছে। সেখানে করোনা প্রতিরোধে সরকারের দিকে সহায়তার হাত বাড়িয়েছে এসএলসি। তারা ঘোষণা দিয়েছে সরকারের তহবিলে ২৫ মিলিয়ন লঙ্কান রুপী দেয়ার। এসএলসি তাদের বার্তায় বলেছে, ‘চলমান স্বাস্থ্য সমস্যার গুরুতর বিষয়টি বুঝতে পেরে, সঙ্কট মোকাবেলায় সরকারকে পূর্ণ সহায়তা দেওয়ার জন্য আরও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া লঙ্কান ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোঁয়াচে এই ভাইরাস থেকে রেহাই পেতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন ভক্ত-সমর্থকদের।
×