ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধ সবার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরাট-আনুশকার

প্রকাশিত: ০৯:২৭, ২৭ মার্চ ২০২০

যুদ্ধ সবার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরাট-আনুশকার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আতঙ্ক থেকে রেহাই পাওয়ার আশায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নির্দেশ পালন করার জন্য দেশবাসীকে অনুরোধ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও স্ত্রী আনুশকা শর্মা। পাশাপাশি গোটা বিশ্বের মানুষকেও এই আহ্বান জানিয়েছেন তারা। প্রকাশ করেছেন নিজেদের সহানুভূতিও। প্রত্যেককে বাড়িতে থাকার অনুরোধ করেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকর। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট কোহলি। যেখানে এই দম্পতি পাশাপাশি বসে সতর্ক থেকে ভারতসহ বিশ্বের মানুষকে করোনার বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। সেখানে আনুশকা বলছেন, করোনাভাইরাসের সঙ্গে এই যুদ্ধ জিততে সময় ও সাহসের প্রয়োজন। বিরাট বলেন, সবচেয়ে বেশি জরুরী সংযম ও দায়িত্ববোধ, আগামী দিনগুলোর জন্য। আনুশকা বলেন, বিশেষ কিছু করার দরকার নেই, নির্দেশ মেনে চলুন। কাহলি বলেন, ঘর থেকে বেরিয়ে কোন জায়গায় ভিড় করলে করোনার বিরুদ্ধে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। আনুশকার অনুরোধ, নির্দেশ অমান্য করে যদি বিশ্বাস করেন আপনি সুরক্ষিত, তাহলে ভুল করছেন। বিরাট শেষে বলেন, আপনার একটি ভুলের জন্য অন্যদের খেসারত দিতে হবে। একতা দেখান, জীবন ও দেশ বাঁচান। ভিডিও পোস্ট করে বিরাটের বার্তা, এটা পরীক্ষা দেয়ার সময়। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে। যে নির্দেশ দেয়া হয়েছে, তা অমান্য করবেন না। প্রত্যেককে অনুরোধ। ঐক্যবদ্ধ হয়ে উঠুন। টেস্টে যেভাবে ধৈর্যের সঙ্গে প্রত্যেকটি ইনিংস সাজিয়ে তোলেন, সেভাবেই সুরক্ষার জন্য ব্যাট করছেন বিরাট কোহলি। দেশের প্রাণ ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন শচিনও। টুইটারে ভিডিও পোস্ট করে বলেছেন, চিকিৎসকেরা সকলকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। তবু বারবার শুনছি, অনেকেই বিষয়টি মানছেন না। এমনকি রাস্তায় ক্রিকেট খেলার ভিডিও আমার কাছে এসেছে। আমার মতো সকলেরই হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। যোগ করেন, কিন্তু এই আচরণ রোগ থেকে বাঁচার জন্য প্রচ- ক্ষতিকারক। লকডাউনকে ছুটি হিসেবে দেখবেন না। মনে রাখুন, করোনাভাইরাস হচ্ছে আগুনের মতো। আর আমরা অক্সিজেন। আগুন যত অক্সিজেন পাবে, ততই বাড়বে। তাই আমরা বাড়িতে থাকলে করোনাভাইরাস ছড়ানো বন্ধ হয়ে যাবে। পরিবারের সঙ্গে দিন-সময় কাটান। আমি ও আমার পরিবার কারও সঙ্গে দেখা করছি না। বিশ্বে ডাক্তার, নার্সরা যে লড়াই করছেন, তার সম্মান জানাতে হবে।
×