ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বললেন মাশরাফি বিন মর্তুজা, দুস্থদের খাবার দিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রুবেল

‘এবারের শপথ ঘরে থাকার’

প্রকাশিত: ০৯:২৬, ২৭ মার্চ ২০২০

‘এবারের শপথ ঘরে থাকার’

মিথুন আশরাফ ॥ ‘২৬ মার্চ, ১৯৭১ : শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬ মার্চ, ২০২০ : এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন। খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই...।’ ছন্দের তালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেছেন। তিনি একজন খেলোয়াড়। আর তাই খেলোয়াড়দের উদ্দেশেও তিনি খেলার স্বাধীনতা আবার ফিরে পেতে ঘরে থাকাটাই যে উত্তম, তাও বলেছেন। ক্রিকেটাররা সবাই ঘরেও আছেন। ঘরে থেকে, বাসায় থেকে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ছেন। সময় কাটছে না। সময় যেন কাটানো যায়, সেই ব্যবস্থা নিজেরাই করছেন। করোনাভাইরাসের কারণে সব খেলোয়াড় এখন ঘরবন্দী। আর তাই যে যেভাবে পারছেন একেক খেলোয়াড়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবই যেমন ব্যাটের কানা দিয়ে ১০০ বার বল টোকা দিয়ে শূন্যে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভিডিও পোস্ট করেছেন। সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সতীর্থদের। সাইফ হাসান, মোহাম্মদ নাঈমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তারাও একই কাজ করে বাকি সতীর্থদের চ্যালেঞ্জ ছুড়েছেন। এভাবেই ঘরবন্দী সময় কাটানোর ভাবনা করছেন ক্রিকেটাররা। আবার একসঙ্গে ভিডিও কল করে আড্ডা দিচ্ছেন। সময় কাটাচ্ছেন। করোনাভাইরাস নিয়ে সতর্কতামূলক বার্তাও দিচ্ছেন সবাই। করোনা প্রতিরোধে বুধবার ক্রিকেটাররা এক জোট হয়ে সরকারী তহবিলে মাসিক বেতনের অর্ধেক দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে প্রায় ২৬ লাখ টাকা দান করা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভিত্তিক ১৭ ক্রিকেটারের সঙ্গে সর্বশেষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে থাকা আরও ১০ ক্রিকেটার মিলে বেতনের অর্ধেকটা অসহায়, দুস্থ মানুষদের জন্য দান করেন। বিসিবিও সরকারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এমন উদ্যোগ নেয়ায় মাশরাফি দেশের তিন ফরমেটের তিন অধিনায়কসহ সব ক্রিকেটারকে ধন্যবাদ দিয়েছেন। ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘অনেক ভালো কাজ, দেশের তিন অধিনায়ক। মুমিনুল-টেস্ট, তামিম-ওয়ানডে, রিয়াদ-টি২০। ওয়েলডান বাংলাদেশ ক্রিকেট টিম। লাভ ইউ বয়েজ, দ্য গ্রেট সার্ভার্স। স্পেশাল থ্যাঙ্কস টু খান (তামিম ইকবাল খান) সাহেব।’ উদ্যোগটা শুরুতে তামিমই নেন। আর তাই তামিমকে বিশেষ ধন্যবাদ জানান মাশরাফি। ধন্যবাদ পাওয়ার কাজ করেছেন পেসার রুবেল হোসেনও। এখন তিনি জাতীয় দলের চুক্তিতে নেই। এমনকি সর্বশেষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজেও ছিলেন না। রুবেল নিজেই এক বিশেষ উদ্যোগ নেন। তিনি শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই চুপ থাকেননি। জাতীয় এই দুর্যোগে একটি মহৎ উদ্যোগও নিয়েছেন। সন্ধ্যায় পিকআপভর্তি চাল-ডাল নিয়ে মিরপুরের কিছু এলাকায় দুস্থ মানুষদের সহায়তা করতে বের হন রুবেল। ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেঁয়াজ, সাবান, লবণ, তেলের একেকটি প্যাকেট করে ২১৫ প্যাকেট বিতরণ করেছেন রুবেল। কিছু মানুষের উপকার যেন করা যায়, সেজন্য এই কাজ করেছেন রুবেল। তার যতটুকু করার করেছেন। বিত্তবানরা নিশ্চয়ই আরও অনেক বেশি পারবেন। তাই অসহায়, দুস্থদের জন্য এই সময়ে এগিয়ে আসতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন রুবেল। সঙ্গে ফেসবুকে রুবেল লিখেছেন, ‘এখন সময় আতঙ্কিত হবার নয়, এখন সময় নিজেকে সুরক্ষিত রেখে আশপাশের মানুষ-জনকে সাহায্য করা। আসুন না, এই দুর্যোগে আমরা যে যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।’ সবাইকে সচেতন হতেও অনুরোধ করেন রুবেল, ‘আল্লাহর দেয়া সুন্দর এই জীবনটাকে নিজেদের অসতর্কতার কারণেই যেন থেমে না যায়। প্লিজ কেউ হালকাভাবে নিয়েন না। সবার কাছে অনুরোধ করছি সবাই নিজ নিজ বাসায় থাকুন, সতর্ক থাকুন, জনসমাগম স্থান পরিত্যাগ করুন। মহান আল্লাহর কাছে দোয়া করুন। হে আল্লাহ আপনার দয়া ব্যতীত আমরা অসহায়।’ সবার একটিই কথা ঘরে থাকুন, বাসায় থাকুন। মাশরাফি তাই বলেছেন, ‘এবারের শপথ ঘরে থাকার।’
×