ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্তর্বাসের পরিবর্তে মাস্ক উৎপাদন করছে জাপানী প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৮:৪৯, ২৭ মার্চ ২০২০

অন্তর্বাসের পরিবর্তে মাস্ক উৎপাদন করছে জাপানী প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের সঙ্কট মোকাবেলায় নারীদের জন্য অন্তর্বাস (ব্রা) তৈরির একটি প্রতিষ্ঠান জাপানীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি অন্তর্বাস উৎপাদনের পরিবর্তে এখন বিনামূল্যে বিতরণের জন্য মাস্ক উৎপাদন করছে। সম্প্রতি জাপানের হিমি শহরের কর্তৃপক্ষ সিটি হলে কর্মরতদের মাস্ক সরবরাহের জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে আতসুমি ফ্যাশন কোম্পানি নামের প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। জাপান টাইমস জানিয়েছে, আতসুমির কর্মীরা দেখতে পান, অন্তর্বাস তৈরিতে যে কাপড় ও উপাদান ব্যবহৃত হয় সেটি মাস্ক তৈরিতেও ব্যবহার করা যায়। এরপরই প্রতিষ্ঠানটি এক হাজার মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এসব মাস্ক চিকিৎসাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। আতসুমি ফ্যাশন কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক হিরোশি হিনাতা বলেন, ‘মাস্ক সঙ্কটের কারণে আমরা এর মাধ্যমে সমাজে অবদান রাখতে পারব বলে আশা করছি। এই মাস্কগুলোও কাশি ও হাঁচির মাধ্যম ভাইরাস ছড়ানো থেকে সুরক্ষা দিতে সক্ষম।’ সব জুয়েলারির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সব জুয়েলারির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এদিন গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনা (কোভিড-১৯) সংক্রামণের ঝুঁকি এড়াতে নিরাপদে গৃহে অবস্থানের নির্দেশনা দিয়েছেন। এজন্য বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ সময় জুয়েলারি দোকানে চুরি-ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করা যাচ্ছে।
×